Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নীল রঙের বিকিনিতে কিলার পোজ দিয়েছেন অভিনেত্রী নম্রতা, এমন ছবি সামনে এসেছে

Updated :  Friday, January 12, 2024 5:20 PM

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ভিত্তি গ্রামীণ হলেও নায়িকারা মূলতঃ স্টাইলিশ হয়ে উঠেছেন। আম্রপালি দুবে (Amrapali Dubey) অবশ্য এথনিক পোশাক পরতেই পছন্দ করেন। কিন্তু কাজল রাঘওয়ানি (Kajal Raghwani) বা নম্রতা মল্লা (Namrita Malla)-রা তাঁদের স্টাইল স্টেটমেন্ট নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেন। নম্রতা অবশ্য তাঁর স্টিমি অবতারের জন্য বিখ্যাত। তাঁর সম্পূর্ণ নাম নম্রতা মল্লা জেনিথ (Namrita Malla Zenith)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও বেলি ডান্সার। খেসারিলাল যাদব (Kheshari lal Yadav)-এর বিপরীতে ভোজপুরি মিউজিক ভিডিও ‘পারো’-য় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন নম্রতা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট অ্যাকটিভ।

একাধিক ফটোশুট ও রিল অনুরাগীদের সাথে শেয়ার করে নেন নম্রতা। সাম্প্রতিক কালে নিজের কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি। ছবিগুলিতে নম্রতার পরনে রয়েছে নীল রঙের বিকিনি। গাঢ় নীল রঙের বিকিনি জুড়ে রয়েছে নিওন হলুদ রঙের সুতোর এমব্রয়ডারি। বিকিনির নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে নম্রতার ক্লিভেজ সহ স্তনের অনেকখানি অংশ। এটি একটি পুশ আপ বিকিনি। বিকিনির নিম্নবাস লো ওয়েস্ট। ফলে উন্মুক্ত রয়েছে নম্রতার নাভিমূল।

গাঢ় নীল রঙের বিকিনির সাথে নম্রতা টিম আপ করেছেন নীল রঙের ট্রান্সপারেন্ট কেপ। কেপটি ফুলস্লিভ। স্লিভটি বেল স্লিভ প‍্যাটার্নের। বিকিনির সাথে নম্রতার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। শিমারি আইশ‍্যাডো ও নীল আইলাইনারের ব্যবহার রয়েছে তাঁর দুই চোখ। ঠোঁট রাঙানো ন্যুড শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। চুলে বাঁধা রয়েছে পনিটেল। দুই কানে রয়েছে মানানসই জাঙ্ক ইয়ারিং। বাঁ হাতে রয়েছে বিডেড ব্রেসলেট। নম্রতার ছবিগুলি বিয়াল্লিশ হাজারের বেশি নেটিজেন পছন্দ করেছেন। এছাড়াও প্রশংসিত হয়েছে তাঁর বেলি ডান্স।