ভারতঃ জনপ্রতিনিধি হিসেবে কুড়িতে পা রাখলেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে বিগত এই কুড়ি বছরের তাঁর পরিশ্রম জাতীয় স্তরে তাঁর দলকে অন্য জায়গা দিয়েছে। এর আগেও তার কাজের জন্য এবং জনপ্রিয়তার কারণে নানা খ্যাতির সম্মুখে এসেছেন। এবার তার মাঝেই নতুন যোগ হল নিরবিচ্ছিন্ন ভাবে ১৯ বছর কাজের রেকর্ড।
২০০১ এর ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ক্ষমতায় আরোহন করেন। এরপরে একে একে কাজের মধ্যে দিয়ে কেটে গেছে তার জীবন। তার মাঝেই ২০১৪ এবং ২০১৯ দুই দফায় তাঁর নেতৃত্বেই দেশে সরকার গড়েছে বিজেপি। ক্ষমতায় আসার পর গুজরাটের প্রান্তিক অঞ্চলগুলিতেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি। বিনিয়োগের পাশাপাশি একের পর এক বিকাশ হতে শুরু করে কৃষি ও শিক্ষা ব্যবস্থায়।
এমনকি যাতায়াত ব্যবস্থা থেকে মেক ইন ইন্ডিয়া ভারতকে আধুনিক করায় মোদির অবদান অনেকখানি। অন্য দিকে আবার মেয়েদের শিক্ষাব্যবস্থায় আরও বেশি করে নিয়ে আসার জন্য শুরু হয় কন্যা কল্যাণী প্রকল্প। সব মিলিয়ে ভারতের অনেক প্রত্যন্ত গ্রামেই দেখা গিয়েছে উন্নয়ন। এছাড়াও শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন নিয়ম আনা হয়েছে। আর চাকরি ব্যবসার দিকেও দেখা দিয়েছে সার্বিক পরিবর্তন।
তার মাঝেই কিছু দিন আগেই হয়েছে অটল টানেলের উদবোধন। সব মিলিয়ে সোনায় সোহাগা। এর মাঝে একটু চিন্তার বিষয় হল চিন ভারতের দ্বন্দ্ব। কিন্তু আগামি ১৭ নভেম্বর BRICS শীর্ষ বৈঠক সেখানেই মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা রাষ্ট্রপতি শি জিনপিং। যদিও করেনা সংক্রণের কথা মাথায় রেখে ভার্চুয়ালি বৈঠক হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে BRICS এর এবার বৈঠকে আলোচনার বিষয় হল সংগঠনের মধ্যে থাকা দেশগুলির মধ্যে বন্ধুত্ব, আন্তর্জাতিক সুস্থিতি, নিরাপত্তা ও উন্নয়ণ।