নয়াদিল্লি: একদিকে যেমন আজ, বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো এবং মহালয়া, ঠিক তেমনই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। আর তাই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। এমনকি ভক্তদের থেকেও প্রধানমন্ত্রী অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন। শুধু নিজের দলের নেতা-নেত্রীরাই নন, বিরোধী দলের নেতা-নেত্রীরাও মোদিকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিতে এতটুকু ভোলেননি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শারীরিকভাবে অসুস্থ থাকলেও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা দিতে ভোলেননি। তিনি টুইট করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা দিতে গিয়ে লেখেন, ‘মোদিজি দলের একজন শ্রেষ্ঠ লড়াকু নেতা। জন্মদিনে তার শুভ হোক এমনটাই কামনা করি।’
राष्ट्रसेवा और गरीब कल्याण के प्रति समर्पित देश के सर्वप्रिय नेता प्रधानमंत्री श्री @narendramodi जी को जन्मदिन की शुभकामनाएं।
मोदी जी के रूप में देश को एक ऐसा नेतृत्व मिला है जिसने लोक-कल्याणकारी नीतियों से वंचित वर्ग को विकास की मुख्यधारा से जोड़ा और एक मजबूत भारत की नींव रखी।
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) September 17, 2020
অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে বিদেশের মাটিতে বসে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন। মা সোনিয়া গান্ধীর মেডিকেল চেকআপের কারণে এই মুহূর্তে বিদেশে রয়েছেন রাহুল। সেখান থেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা দিয়ে রাহুল টুইট করে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।
Wishing PM Narendra Modi ji a happy birthday.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2020
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করার জন্য তার নিজের রাজ্যে অর্থাৎ গুজরাটে 70 হাজার চারাগাছ লাগানো হবে। গুজরাটের সুরাট পুরসভা, বেশকিছু সংগঠন ও বাণিজ্য গোষ্ঠী এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনের প্রাক্কালে গতকাল, বুধবার মধ্যপ্রদেশে পালন হয়েছে ‘অন্ন উৎসব’। শিবরাজ চৌহানের সরকারের তৎপরতায় এই ‘অন্ন উৎসব’-এ উপকৃত হয়েছে বিপিএলের নিচে থাকা প্রায় ৩৭ লক্ষ নতুন উপভোক্তা। তাদের চড়া ভর্তুকি দিয়ে ন্যূনতম দামে খাদ্যশস্য দিয়েছে মধ্যপ্রদেশ সরকার।