করোনা ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেনের দাপটে দিশেহারা হয়ে পড়েছে ভারতবাসী। এপ্রিল মাসের শুরু থেকেই দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে এই সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে সংক্রমণ হয়েছে সাড়ে ৩ লাখের। অতিরিক্ত করোনা আক্রান্ত হওয়ায় ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্যব্যবস্থা। করোনা আক্রান্ত রোগীরা পাচ্ছে না হাসপাতালের বেড। হাসপাতালের বাইরে লম্বা লাইন রোগীদের। করোনা রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে ২-৩ দিন। হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব দেখা গেছে। এই পরিস্থিতিতে ভবিষ্যত নিয়ে উদ্বেগে রয়েছে গোটা দেশবাসী।
করোনার এমন ভয়ঙ্কর পরিস্থিতিরমাঝে আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তার “মন কি বাত” অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি সবাইকে একযোগে লড়াই করার উপদেশ দিয়ে বলেছেন, “করোনার প্রথম ঢেউ যখন আসবে পড়েছিল সফলভাবে আমরা তা সামলে উঠতে পেরেছিলাম। কোভিড আমাদের ধৈর্য এবং যন্ত্রণা সহ্য করার পরীক্ষা নিচ্ছে। প্রিয়জনদের অনেকে অকালে হারিয়েছেন। পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমি সব ক্ষেত্রে মানুষের সাথে কথা বলেছি। কেন্দ্র-রাজ্য একসাথে মিলে এই লড়াই লড়বো। কৃষক, প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা, অক্সিজেন উৎপাদন সংস্থা আধিকারিকদের সাথে আমার কথা হয়েছে।”
এছাড়াও তিনি বলেছেন যে প্রত্যেকটি রাজ্যকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র। ইতিমধ্যেই অনেক রাজ্যে বিনামূল্যে প্রতিষেধক পাঠানো হয়ে গেছে। সেই সাথে তিনি কোভিড যোদ্ধাদের প্রশংসা করে বলেছেন, “স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং নার্সরা এই করোনার বিরুদ্ধে তাদের নিজেদের জীবনের বাজি রেখে লড়াই করছে। গত এক বছরে তাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এবং তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীদের সাহায্য করার চেষ্টা করছে।”