দেশনিউজ

TIME ম্যাগাজিনে প্রকাশিত ১০০ জন প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Advertisement

নয়াদিল্লি: মোদি ম্যাজিক শুধু এ দেশেই নয়, বিশ্বব্যাপী তার প্রভাব রয়েছে, তা আরও একবার প্রমাণিত হল। সম্প্রতি ২০২০ সালে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের একটি তালিকা প্রকাশ করেছে TIME ম্যাগাজিন। সেখানে খুব সহজেই স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশের একাধিক বড় ঘটনা বা সংস্কার যাই বলা যাক না কেন তা হয়েছে নরেন্দ্র মোডির আমলে। কাশ্মীরে ৩৭০ ধারা রদ, জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা কিংবা রাম মন্দিরের শিলান্যাস সবই হয়েছে মোদির আমলে। আর এই নিয়ে TIME ম্যাগাজিনে লেখা হয়েছে, ‘অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন ভারতে। কিন্তু মোদি আমলে মনে হয়েছে আর কেউ যেন তাঁর ধারে কাছে নেই।’ তাই খুব সহজেই বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন নমো।

নরেন্দ্র মোদির ছাড়া আরও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্যোগপতি, শিক্ষাবিদ এবং অভিনেতারাও এই তালিকায় রয়েছেন। এমনকি ভারতের তরফ থেকেও মোদি ছাড়া আরও বেশ কয়েকজনের নাম এই তালিকায় রয়েছে। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এই তালিকায় রয়েছেন। এমনকি রয়েছেন চিনা প্রেসিডেন্ট জিলপিং-ও। তবে নরেন্দ্র মোদির এই খ্যাতনামা ম্যাগাজিনে জায়গা করে নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button