হঠাৎ করেই আজ সকালে বাংলায় চলে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার যদিওবা বাংলায় আসার কোনো পরিকল্পনা আগে থাকতেই ছিল না। তিনি বিহারের অরারিয়া ও সহরসায় নির্বাচনী সভাতে অংশগ্রহণ করার জন্য আসছিলেন। সে কারণেই তার বিমান বাংলার বাগডোগরা এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে হেলিকপ্টারে করে তার বিহারে যাওয়ার কথা। এয়ারপোর্টে বিজেপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসে।
সকাল সকাল প্রধানমন্ত্রী আসার খবর পেয়ে তাকে বাংলায় স্বাগত জানাতে যায় কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার,বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু ও আলিপুরের সাংসদ জন বারলা। এমনকি প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে।
বাগডোগরা বিমানবন্দরে দলের সাংসদদের সাথে দেখা করেই হেলিকপ্টার নিয়ে বিহারের উদ্দেশ্যে উড়ে যান মোদি। প্রসঙ্গত, কাল শহরে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নভেম্বর ৫ তারিখে বর্ধমান ও মেদিনীপুর জোন এবং নভেম্বর ৬ তারিখে কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন তিনি। এমনকি যাওয়ার সময় দক্ষিণেশ্বর মন্দিরেও যাবেন বলে জানা গিয়েছে।