করোনা মোকাবিলায় ঘোষিত হয়েছে পঞ্চম দফার লকডাউন। এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশের মানুষকে যোগ ও প্রাণায়াম করার পরামর্শ দিলেন। তার মতে করোনা থেকে রক্ষা পেতে গেলে এগুলি খুবই জরুরি। দেশবাসী ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর যোগ ও প্রাণায়ামের ভিডিও দেখেছে। তবে এগুলি যে করোনা রুখতেও সক্ষম, সেই বিষয়েই জানালেন তিনি। তার বিশ্বাস এই মারণ ভাইরাস রোধে উল্লম্ব-বিলম্ব, কপালভাতির মত একাধিক প্রাণায়াম ও যোগ কার্যকরী হবে।
শুধু তাই নয়, দেশবাসীকে উদ্বুদ্ধ করতে ৩ মিনিটের একটি ভিডিও বানিয়ে সবাইকে আয়ুর্বেদ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতে আহ্বান জানান তিনি। এছাড়া লকডাউনের পঞ্চম দফা শুরুর আগেই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে আরও বেশি করে সতর্ক হওয়ার পরামর্শ দেন মোদি। পাশাপাশি আনলক ওয়ানে (Unlock-1) পর্যায়ে প্রত্যেককে দুই গজ দূরত্ব বজায় রাখার কথা বলেন।
অন্যদিকে, লকডাউন চলাকালীন তৃতীয় মন কি বাত অনুষ্ঠানে আয়ুষ্মান ভারতের উপকারিতা নিয়ে প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে তিনি বলেন, “ইতিমধ্যেই দেশের প্রায় ১ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন। গোটা দেশের বিভিন্ন প্রান্তের গরীব মানুষেরা এই প্রকল্পের আওতায় বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা করাতে পেরেছেন। এরফলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে বহু পরিবার।”