নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সবচেয়ে বেশী সরব হয়েছেন তিনি। একের পর এক মিছিল থেকে তোপ দেখেছেন কেন্দ্রকে। মোদী – অমিত শাহ জুটির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। তবে সেই বিরোধিতা আসলে রাজনীতির ময়দানে। প্রশাসনিক সহযোগিতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না রাজনৈতিক মতপার্থক্য, এমনই বার্তা দিলেন তৃণমূল নেত্রী।
পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মঞ্চে থাকাকালীন মঞ্চে উপস্থিত হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ খবর আগেই চাউর হয়েছিল। তবে শুধু মঞ্চই নয়, রাজভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী, বিশেষ সূত্রে জানা গেছে এমনটাই।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন কলকাতার মেয়র ফিরহাদ
১২ জানুয়ারি কলকাতায় পোর্ট ট্রাস্টের অনুষ্ঠান থাকায় আগামীকালই শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত্রিবাস করবেন রাজভবনে। আগামীকাল, শনিবার রাত ন’টা নাগাদ রাজভবনে পৌঁছনোর কথা তাঁর। সেই সময় তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফত এমনই জানা গেছে। সেখানেই একটি বৈঠকে সামিল হবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। যদিও রাজভবন থেকে সরকারি ভাবে এখনও পর্যন্ত বৈঠকের বিষয়ে কিছু জানানো হয়নি। রাজ্যপালের পক্ষ থেকে বৈঠকের বিষয়টিকে এখনও পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি।
তবে, পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আজ শুক্রবার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন বন্দর চেয়ারম্যান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে।