রাজীব ঘোষ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত রেডিও অনুষ্ঠানে ফিট ইন্ডিয়া অভিযানের কথা প্রথম ঘোষণা করেছিলেন।এদিন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফিট ইন্ডিয়া অভিযানের সূচনা করলেন।প্রধানমন্ত্রী এই অভিযান শুরু করার জন্য ক্রীড়া দিবসকে বেছে নিয়েছেন।এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে ফিট ইন্ডিয়া অভিযানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন।ফিট ইন্ডিয়া অভিযানের সূচনা করে এদিন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সুস্থ ভারত গড়তে গেলে সবার আগে চাই ফিটনেস।সাফল্যের জন্য কোনো মসৃণ পথ হয় না, সিড়ি ভাঙতেই হবে।সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ফিট ইন্ডিয়া অভিযানের মূল উদ্দেশ্য হলো দেশবাসীকে শারীরিক সক্রিয়তা বাড়ানোর জন্য উদ্যোগী করে তোলা।
শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন,অন্যান্য মন্ত্রীরাও এই অভিযানে উৎসাহ দিচ্ছেন।কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এই অভিযানের প্রশংসা করে টুইটারে লিখেছেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পে অভাবনীয় সাড়া মিলেছে।এই উদ্যোগকে সফল করার জন্য অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন কর্পোরেট সংস্থা এগিয়ে এসেছেন।ক্রীড়ামন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইটে দেশের মানুষকে এই ফিট ইন্ডিয়া অভিযানে যোগ দিতে অনুরোধ করেছেন।এই প্রকল্পের জন্য একটি উপদেষ্টা কমিটি গড়ে তোলা হয়েছে।সেই কমিটিতে রয়েছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন,ন্যাশনাল স্পোর্টস ফাউন্ডেশন, বেসরকারী সংস্থার সদস্য এবং ফিটনেস প্রোমোটাররা।সরকারের বিভিন্ন দফতর থেকে ১২ জন নিযুক্ত হয়েছেন।এই উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। কেন্দ্রের পক্ষ থেকে দেশবাসীকে এই ফিট ইন্ডিয়া অভিযানে যোগদান করার জন্য আবেদন জানানো হয়েছে।