নিউজপলিটিক্সরাজ্য

২৪ এপ্রিল মমতার গড়ে জনসভা মোদীর, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

২৪ এপ্রিলের ৪টি জনসভার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার জন্য তার কর্মসূচি শেষ করতে চলেছেন

Advertisement

আগামী ২৪ এপ্রিল তারিখে বাংলায় বিধানসভা নির্বাচনের শেষ প্রচার করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন তিনি চারটি জনসভা করবেন এবং সেই সভাগুলি হবে মমতা বন্দোপাধ্যায়ের এলাকা ভবানীপুরে। এছাড়াও মালদহ, মুর্শিদাবাদ এবং বোলপুরে সভা করবেন তিনি।

এই চারটি সভার পরে নরেন্দ্র মোদির বাংলার কর্মসূচি সম্পূর্ণরূপে শেষ হতে চলেছে এই বারের নির্বাচনের জন্য। সূত্রের খবর, প্রথমে ঠিক ছিল ২১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নরেন্দ্র মোদী জনসভা করবেন। কিন্তু সম্প্রতিপরিকল্পনা পাল্টে ফেলে একদিন এই চারটি জনসভার কথা ঘোষণা করলে নরেন্দ্র মোদি। বর্তমানে দেশে করোনাভাইরাস এর পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং এই মুহূর্তে সকলেই জানাচ্ছেন যেন কোনভাবেই প্রচার না করে কোন রাজনৈতিক দল।

বড় জনসভায় এড়িয়ে যাবার কথা বলছেন সকলেই কিন্তু সেই সময় মোদির চারটি জনসভা ঘিরে প্রশ্ন উঠছে। তবে, বিজেপি দাবি করছে সমস্ত জনসভায় সামাজিক দূরত্ব এবং করোনা সতর্কবিধি মেনে চলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় ২,৭৩,৮১০ জন করণা আক্রান্ত হয়েছেন সারা ভারতে। তারমধ্যে ৮,৪১৯ জন পশ্চিমবঙ্গের।

Related Articles

Back to top button