দেশনিউজ

মোদী সরকারের নতুন স্বাস্থ্য বীমা, উপকৃত হবেন দেশের কোটি কোটি মধ্যবিত্ত

Advertisement

দেশের মধ্যবিত্ত নাগরিকদের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে চলেছেন একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। নতুন এই প্রকল্পটির নাম ‘হেলথ সিস্টেম ফর নিউ ইন্ডিয়া’। এই প্রকল্পের আওতায় আসবে দেশের ৫০ শতাংশ মধ্যবিত্ত নাগরিক। এই বীমা প্রকল্প নিয়ে ইতিমধ্যেই নীতি আয়োগ আলোচনা শুরু করে দিয়েছে। এই স্বাস্থ্য বীমা প্রকল্প চালু হলে মাত্র ২০০-৩০০ টাকা প্রিমিয়ামে দেশের মধ্যবিত্ত নাগরিকরা পাবেন চিকিৎসার সুবিধা।

গত বছর নিম্নবিত্তদের জন্যে কেন্দ্রীয় সরকার চালু করেছিল আয়ুষ্মান ভারত প্রকল্প। সকল রাজ্যে এখনো সেটি চালু না হলেও ইতিমধ্যেই ওই প্রকল্পটির আওতায় এসেছেন দেশের ৪০ শতাংশ মানুষ। এর মাঝেই মধ্যবিত্তদের জন্য আর একটি স্বাস্থ্য প্রকল্প আনছে কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগ ইতিমধ্যেই এই বিষয়ে পরিকল্পনা শুরু করেছে বলে জানা যাচ্ছে।

সরকারি সূত্রে জানা যাচ্ছে, যারা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আছে তারা এই প্রকল্পের আওতায় আসবে না। এখন দেখার কবে থেকে এই প্রকল্প চালু হয়। এটি চালু হলে মধ্যবিত্ত নাগরিকরা যে প্রভূত উপকৃত হবেন সে কথা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button