Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘কৃষি নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে’, কৃষকদের উদ্দেশে আবেদন নরেন্দ্র মোদির

Updated :  Friday, September 18, 2020 10:05 PM

নয়া দিল্লি : কেন্দ্রীয় সরকার লকডাউনের মাঝে কৃষি ক্ষেত্রে সংস্কাররের উদ্দেশ্যে ৩টি অধ্যাদেশ জারি করে । গত বৃহস্পতিবার লোকসভায় এই তিনটি বিল পাস হয়েছে  এবার সেগুলি পেশ হবে রাজ্যসভায়। কৃষিক্ষেত্রে সংস্কার আনতে ৩টি বিল এনেছে তাঁর সরকার। এই নিয়ে শুক্রবার বিলের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খোলেন।

উপলক্ষ্য ছিল, বিহারের কোশী নদীর সেতু উদ্বোধন। ওই অনুষ্ঠানেই কৃষকদের নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ”চাল, গমের মতো ফসল চাষিদের থেকে সরকার কিনবে না, এমন ভুয়ো খবর রটানো হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভুল ও কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা। ন্যূনতম সহায়ক মূল্য যাতে কৃষকরা পান, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার।

কৃষকদের উদ্দেশে আবেদন করছি, কৃষি নিয়ে যারা ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের থেকে সাবধান থাকুন। ওদের থেকে সতর্ক থাকুন, যারা বিভ্রান্ত করছে, প্ররোচনা দিচ্ছে। পুরনো ব্যবস্থা বহাল রেখে আপনাদের অবস্থার ফায়দা তুলতে চাইছে ওরা। কয়েক দশক ধরে ক্ষমতায় থেকে কৃষকদের নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু কাজের কাজ কিছু করেনি।”