পাঞ্জাব : শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০ জন্মদিনের তিন দিন আগে কার্তারপুর করিডরের উদ্ধোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। কার্তারপুর করিডরের ভারতের দিকের অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই করিডর দিয়ে ভারতের শিখ তীর্থযাত্রীরা কার্তারপুর জেলার পবিত্র দরবার সাহিবে যেতে পারবেন।
প্রথমবারের জন্য মোট ৫৫০ জন তীর্থযাত্রীদের একটি দল কার্তারপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে আজ। সেই দলে রয়েছেন বেশ কিছু হাই প্রোফাইল মানুষজন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ, দুই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী ও হরসিমরত কৌর এবং অভিনেতা-রাজনীতিবিদ সানি দেওল। প্রাক্তন মন্ত্রী নভজ্যোৎ সিং সিধুকেও কার্তারপুরে যাওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন : অযোধ্যার জমি রামের, দেশে শান্তি রক্ষার আর্জি রাজনৈতিক নেতাদের
পাকিস্তানের কার্তারপুর জেলার দরবার সাহিব থেকে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার দেরা বাবা নানক পর্যন্ত চার কিমি রাস্তা যে ভারতের তীর্থযাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী কালে এখানে চেকপোস্ট বসানোর কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।