ভারতের প্রতি নরেন্দ্র মোদীর নতুন ভাবনা, জেনে নিন কি করতে চলেছেন তিনি!

রাজীব ঘোষ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-৭ বৈঠকে যোগ দিতে ফ্রান্সে গিয়েছেন।সেখানে অনাবাসী ভারতীয়দের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ফুটবলের দেশ ফ্রান্সে আপনারা গোলের মর্যাদা বোঝেন।ভারতে আমরা গত ৫ বছরে…

Avatar

রাজীব ঘোষ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-৭ বৈঠকে যোগ দিতে ফ্রান্সে গিয়েছেন।সেখানে অনাবাসী ভারতীয়দের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ফুটবলের দেশ ফ্রান্সে আপনারা গোলের মর্যাদা বোঝেন।ভারতে আমরা গত ৫ বছরে গোল ঠিক করে নিয়েছিলাম।গোল হলো মূল লক্ষ্য।এই লক্ষ্যমাত্রায় পৌছনোর বিষয়টি আগে অসম্ভব বলে মনে করা হতো।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, দেশে শুধুমাত্র শাসন করতেই মানুষ আমাদের ক্ষমতায় আনে নি।নতুন ভারত গড়ার ভার দিয়েছে জনগণ।নতুন ভারতে সাধারণ মানুষের টাকা লুঠ,দুর্নীতি, স্বজনপোষনের বিরুদ্ধে ব‍্যবস্হা নেওয়া হয়েছে।সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটি কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

এটা আগে কখনও হয় নি।ভারতে ৭০ বছর কেটে গিয়েছে কিছু অস্হায়ী ব‍্যবস্হা তুলতে।মোদী কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে এই কথা বলেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনাবাসী ভারতীয়দের গনেশ চতুর্থী পালনের প্রসঙ্গ টেনে বলেন, গনেশ মহোৎসবে প‍্যারিস মিনি ভারতের রূপ নেয়।আমাকে বলা হয়েছে গনেশ মহোৎসব প‍্যারিসের সংস্কৃতিতে বড় জায়গা করে নিয়েছে।প‍্যারিসের রাস্তাতেও গণপতি বাপ্পা মরিয়া ধ্বনি শোনা যাবে।কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরকে বড় করে দেখছে ভারত।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরের সঙ্গে বৈঠক করেন মোদী।

ফরাসি প্রেসিডেন্ট জানান, কাশ্মীর সমস্যার সমাধান হবে দ্বিপাক্ষিক পর্যায়ে।এখানে তৃতীয়পক্ষের কোনো জায়গা নেই।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প‍্যারিসে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সংস্কার কর্মসূচি, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল সহ সব ইস‍্যুতে অনাবাসী ভারতীয়দের প্রশংসা পেয়েছেন।সেখানে অডিটোরিয়ামের মধ্যে মোদী মোদী স্লোগান উঠছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মানুষ শুধু দেশ শাসন করতেই ক্ষমতায় আনে নি। ভারতের জনগণ নতুন ভারত গড়ার দায়িত্ব দিয়েছে।