Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিজয় আউট, দুই বাচ্চার বাবাকে মন দিয়ে বসলেন ন্যাশনাল ক্রাশ রশ্মিকা, জানুন কে

Updated :  Sunday, February 26, 2023 10:06 AM

এক্সপ্রেশন কুইন রশমিকা মন্দনাকে চেনেন না এমন মানুষ খুব কম। দক্ষিণের অভিনেত্রী হলেও এখন সারা ভারতেই চলছে তার জয়জয়কার। পুষ্পা, কমরেডের মত ছবি দিয়ে তিনি দক্ষিণের পাশাপাশি, উত্তর ভারতের দর্শকদেরও মন জয় করে নিয়েছেন। হয়ে গিয়েছেন ন্যাশনাল ক্রাশ। এই ক্রাশের তকমা যে হঠাৎ করেই পেয়েছেন অভিনেত্রী, সেটা বলা হয়তো ভুল। তার কেরিয়ারের বেশ কিছু ছবি ফ্লপও গিয়েছিল। একটা সময় ছিল যখন তিনি দক্ষিণের ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়ার চিন্তাও করেছিলেন। তবে ২০১৯ সালে তার কেরিয়ার অন্যদিকে মোড় নেয়। সেই বছরই মুক্তিপ্রাপ্ত, গীত গোবিন্দম ছবিতে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার জুটি দক্ষিণের ইন্ডাস্ট্রিতে হঠাৎ করেই হয়ে ওঠে সুপারহিট। ব্যাস! আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এই জনপ্রিয়তার উপরে ভর করে তিনি এখন বলিউড ছবিতেও অভিনয় করতে শুরু করেছেন। বলিউডে তার যাত্রা খুব একটা শুভ না হলেও, অভিনেত্রী হাল ছাড়তে নারাজ।

তবে, এবারে এই অভিনেত্রীর ব্যাপারে একটি নতুন খবর শোনা গেলো, যা শুনে পুরুষ ভক্তদের হৃদয় যেনো চূর্ণবিচূর্ণ। শোনা যাচ্ছে, ২ বাচ্চার বাবা একজন ব্যক্তিকে ভালোবেসে ফেলেছেন রশ্মিকা। তিনি নাকি ওই ব্যক্তিকে নিজের স্বপ্নের পুরুষ বলেও মনে করেন। এমনিতে রশমিকার সঙ্গে বিজয় দেবরাকোন্ডার নাম যুক্ত করা হয়, তবে তিনি নন, একজন অন্য পুরুষকে বিয়ে করতে চান রশ্মিকা। আর সেই ব্যাক্তি আর কেউ নন তামিল ছবির সুপারস্টার বিজয় জোসেফ অর্থাৎ থালাপতি বিজয়। তিনি আদতে বিবাহিত এবং ২ সন্তানের পিতা। তবে, মাস্টার ছবিতে তার ড্যাশিং লুক এবং তার অ্যাটিটিউড, পারসোনালিটি দেখে তার উপরে পুরো লাট্টু হয়ে গিয়েছেন ন্যাশনাল ক্রাশ এই অভিনেত্রী।

নানা ছবির রিলিজ ইভেন্টে হোক কিংবা ওপেন মাইকে, নানা জায়গায় অভিনেত্রী নিজের জীবনের সবথেকে সেরা অভিনয়টা বিজয়ের সঙ্গেই করতে চান বলে জানিয়েছেন। এছাড়াও একটি আলোচনায় রশ্মিকা জানিয়েছিলেন, তিনি তামিলনাড়ুর পরিবেশ, সেখানকার কালচার, বিশেষত সেখানকার খাবারের প্রতি আকৃষ্ট। তামিলনাড়ুর খাবার অভিনেত্রীর খুবই পছন্দ এবং তিনি আশা রাখেন যেনো একজন তামিল ছেলের সঙ্গেই তার বিয়ে হোক এবং তিনি তামিলনাড়ুর পুত্রবধূ হন। বিজয় জোসেফ নিজেও তামিল। কিন্তু অভিনেত্রীর কাছে পথের কাঁটা অভিনেতার স্ত্রী ও তার দুই সন্তান।

ওয়ার্কফ্রন্টের ব্যাপারে কথা বলতে গেলে, এই মুহূর্তে অভিনেত্রী একটি ছবির জন্য ২ কোটি টাকা করে চার্জ করে থাকেন। তেলেগু ইন্ডাস্ট্রিতে সবথেকে কম সময়ের মধ্যে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা অভিনেত্রী ছিলেন রশ্মিকা। তিনি নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছেন প্রথমে কুর্গ পাবলিক স্কুল থেকে এবং তারপরে মাইসুর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কমার্স থেকে। অভিনেত্রীর স্মাইল এবং তার এক্সপ্রেশনে একেবারে ক্লিন বোল্ড দর্শকরা। মাত্র ৪ বছরের মধ্যেই প্রায় ৮টি হিট ছবিতে অভিনয় করে ফেলেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের দিকেও পা বাড়িয়েছেন এই দক্ষিণী সুপারস্টার। কিন্তু বিয়ে এবং সম্পর্ক নিয়ে তিনি সব সময়েই থাকেন খবরের শিরোনামে।