বুধবার আনলক ৩-এর জন্য একাধিক নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি বেশ কিছু বিষয়ে শিথিলীকরণ ঘোষণা করেছে কেন্দ্র। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই নিয়ম। এই নির্দেশিকাতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কনটেইনমেন্ট জোনের বাইরে আরও বেশ কিছু ছাড় দিয়েছে। তবে ৩১ আগস্ট পর্যন্ত কনটেইমেন্ট জোনগুলিতে কঠোর ভাবে লকডাউন প্রয়োগ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।
যে সমস্ত বিষয়ে ছাড় দিয়েছে কেন্দ্র:
১) মেট্রো রেল, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন উদ্যান, থিয়েটার, বার, ক্লাব, কনফারেন্স হল ও অনুরূপ স্থানগুলি ব্যতীত কনটেইনমেন্ট জোনের বাইরে থাকা স্থানগুলোকে ছাড় দেওয়া হচ্ছে।
২) বন্দে ভারত মিশনের আওতায় সীমিত সংখ্যক আন্তর্জাতিক বিমান চলাচলে ছাড় দেওয়া হচ্ছে।
৩) সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে।
৪) ৪ আগস্ট থেকে যোগ ইন্সটিটিউট, জিম খুলতে দেওয়া হবে।
৫) তুলে নেওয়া হচ্ছে নাইট কার্ফু।
নিষেধাজ্ঞা জারি করা হয়েছে:
১) ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ এবং কোচিং প্রতিষ্ঠান।
২) ৩১ আগস্ট পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা, বিনোদন, একাডেমিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি থাকবে।
৩) ৩১ আগস্ট পর্যন্ত কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন কঠোরভাবে প্রয়োগ করা হবে।