National Pension Scheme: মাসে জমান মাত্র ২৫০০ টাকা, অবসরের সময় পাবেন কোটি টাকা
ভবিষ্যতের কথা ভেবে সময় থাকতেই বিনিয়োগ (Investment) করা জরুরি। যারা নতুন নতুন কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন বা যারা অবসর নিয়েছেন, সকলেই কম বেশি অর্থ বিনিয়োগ করে থাকেন সুবিধা মতো। এর জন্য সকলেই খোঁজেন কোনো সুরক্ষিত মাধ্যম। কেউ পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে, কেউ কেউ আবার ব্যাঙ্কের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন নিশ্চিত রিটার্নের জন্য। এই প্রতিবেদনে এমন একটি স্কিমের খোঁজ রইল যেখানে অবসরের পর নিশ্চিত পেনশনের গ্যারান্টি থাকছে।
এই স্কিমটি হল ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme)। এই স্কিমে বিনিয়োগ করলে অবসরের পর পাওয়া যাবে মোটা টাকার পেনশন। চাকরি জীবনের প্রথম থেকেই যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করা যায় তাহলে অবসরের সময় কোটি টাকা পর্যন্ত সঞ্চয় হয়ে যাবে। উল্লেখ্য, ন্যাশনাল পেনশন স্কিম হল একটি সরকারি প্রকল্প। তাই এখানে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিহীন। এই প্রকল্পের টায়ার ১ হল পেনশন অ্যাকাউন্ট এবং টায়ার ২ হল সেভিংস অ্যাকাউন্ট।
যদি প্রতি বছর ৬ শতাংশ হারে এই স্কিমে বিনিয়োগ বৃদ্ধি করা যায় আর ১০ শতাংশ হারে রিটার্ন মেলে তাহলে ৭০ বছর বয়সে অবসরের সময় ন্যাশনাল পেনশন স্কিমের অ্যাকাউন্টে প্রায় ১.৮৫ কোটি টাকা জমা হবে। চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায় এই স্কিমে। এই ন্যাশনাল পেনশন স্কিমের পুরো লাভ তুলতে হলে কর্মজীবনের শুরু থেকেই বিনিয়োগ করতে হবে।
এক্ষেত্রে চাকরি জীবনের শুরু থেকেই অ্যাকাউন্টে অন্তত ২৫০০ টাকা করে জমা করতে হবে মাসে মাসে। তাহলে অবসরের সময় বিনিয়োগ করা অর্থ গিয়ে দাঁড়াবে ৯২.৫ লক্ষ টাকায়। পেনশন হিসেবে মাসে মাসে পাওয়া যাবে ৫০ হাজার টাকা।