ভারতীয় নৌবাহিনীতে নিষিদ্ধ হল স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার
ভারতীয় নৌবাহিনীতে নিষিদ্ধ হলো স্মার্টফোন। সোমবার নৌবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, যুদ্ধজাহাজ হোক বা নৌঘাঁটি কোথাওই স্মার্টফোন ব্যাবহার করতে পারবেন না নৌসেনারা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম সহ সমস্ত সোশ্যাল মিডিয়ার সাথেই ইকমার্স সাইটও নিষিদ্ধ করা হয়েছে। চর বৃত্তি ও হানিট্রাপ রুখতেই এধরনের পদক্ষেপ বলে জানিয়েছে নৌবাহিনী।
গত ২০ ডিসেম্বর নৌসেনাবাহিনীর সাতজন সেনাকে গ্রেপ্তার করেছিল অন্ধ্রপ্রদেশ পুলিশ। তাদের বিরুদ্ধে সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগ ছিল। হানিট্রাপের শিকার হয়ে পাকিস্তানে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব নৌকমান্ড বিশাখাপত্তনম থেকে তিনজন নাবিককে গ্রেপ্তার করা হয়েছিল, পশ্চিমের নৌকমান্ড থেকে তিনজন, কর্ণাটকের কারোয়ার নৌঘাঁটি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ ছিল, এঁরা হানিট্রাপের শিকার হয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করেছেন।
আরও পড়ুন : দেশের প্রথম সিডিএস হলেন জেনারেল বিপিন রাওয়াত
এরপরই গতকাল এই ঘোষণা করে নৌবাহিনী। এইসব ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যেই এই ব্যবস্থা বলে জানা যাচ্ছে নৌবাহিনীর তরফে। এই বছরের শুরুর দিকে, ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান সোশ্যাল মিডিয়ায় হানিট্রাপের শিকার হয়েছিলেন। গত বছর, ভারতীয় বিমান বাহিনীর একজন গ্রুপ ক্যাপ্টেন এবং ব্রাহ্মোস এয়ারস্পেস প্রাইভেট লিমিটেডে কর্মরত একজন ইঞ্জিনিয়ারও সোশ্যাল মিডিয়ার এই হানিট্রাপের শিকার হয়েছিলেন। তবে এতকিছুর পরেও ভারতীয় সেনাবাহিনী আশ্বস্ত করেছে দেশের গুরুত্বপূর্ণ তথ্য সব সুরক্ষিতই আছে।