Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মায়ের গানের নাচলেন কাজলের মেয়ে নায়েশা, চেহারায় খুঁজে পেল মায়ের মিল

Updated :  Tuesday, April 13, 2021 10:56 PM

অভিনেত্রী কাজল (Kajol) একসময় মা তনুজা (Tanuja)-এর দেখানো পথে পা বাড়িয়ে অভিনয় জগতে এসেছিলেন। তনুজা অনুসরণ করেছিলেন তাঁর মা শোভনা সমর্থ (shobhna samarth)-কে। শোভনা ছিলেন মরাঠি ফিল্মের জনপ্রিয় অভিনেত্রী। তনুজার দিদি নূতন (Nutan)-ও ছিলেন বিখ্যাত নায়িকা। কাজল নিজেকে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে শোভনা, নূতন ও তনুজার যোগ্য উত্তরাধিকারী প্রমাণ করেছেন। গত বছর কাজল ও অজয় দেবগণ (Ajay Devgan) অভিনীত ‘তানহাজি’ ব্যবসায়িক সফলতার শীর্ষে ছিল।

কাজল ও অজয়ের মেয়ে নায়েশা (Nayasha)মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন, তবে তা বেশির ভাগই ট্রোলিং। দাদু বীরু দেবগণ (veeru devgan)-এর মৃত্যুর কয়েকদিনের মধ্যেই নায়েশা বিউটি পার্লার যাওয়ার জন্য ট্রোলড হয়েছিলেন। পরে অজয় বলেছেন, তিনিই মেয়েকে বিউটি পার্লারে যেতে বলেছিলেন। কারণ নায়েশার মধ্যে দাদুর মৃত্যুর ফলে ডিপ্রেশন কাজ করছিল। তাই মেয়েকে ফ্রেশ হওয়ার জন্য অজয় বিউটি পার্লারে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন অজয়।

তবে সম্প্রতি নায়েশার দুটি ডান্স ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নায়েলা সিঙ্গাপুরের স্কুলে পড়াশোনা করেন। ভিডিও দুটি নায়েশার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের। তার মধ্যে একটি ভিডিওতে কাজল অভিনীত ফিল্ম ‘কভি খুশি কভি গম’-এর গান ‘বোলে চুড়িয়াঁ’, ‘মাই নেম ইজ খান’-এর ‘সাজদা’ ও ‘তেরে নয়না’ গানের কিছু অংশ নিয়ে তৈরী একটি ম্যাসআপ-এর সঙ্গে অনেকের সঙ্গে নেচেছেন নায়েশা। এছাড়াও ‘জব উই মেট’-এর গান ‘নাগাড়া’-র সাথে সোলো পারফরম্যান্স করেছেন নায়েশা। তবে তাঁর পারফরম্যান্সের শেষের দিকে তাঁর বন্ধুরাও যোগ দিয়েছিলেন তাঁর সঙ্গে। সাদা ক্রপ টপ ও স্কার্ট পরে ডান্স পারফরম্যান্স করেছেন নায়েশা। নায়েশার নাচ নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছে। অনেকে কাজলের সঙ্গে নায়েশার চেহারার মিল খুঁজে পেয়েছেন।