Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তদন্তের বড়সড় পদক্ষেপ NCB-র, দীপিকা, সারা, রাকুল, শ্রদ্ধাকে পাঠান হল সমন

Updated :  Wednesday, September 23, 2020 6:42 PM

বলিউডের জল টগবগ করে ফুটছে। এবারে একদম প্রথম শ্রেণীর তালিকায় থাকা টপ ক্লাস নায়িকাদের সমন পাঠাল এনসিবি। সুশান্ত কেসে এখনও পর্যন্ত যারা যারা মাদক কেসে নিজের নাম লিখিয়ে ফেলেছেন তাঁদের সুত্র ধরেই এনসিবি পৌঁছে গেল রঙিন পর্দার পদ্মাবতীর ঘরে। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সারা আলি খান (Sara Ali Khan), শ্রদ্ধা কাপুর (Shradhha Kapoor) এবং রকুল প্রীত সিংকে (Rakul Preet Singh) সমন পাঠাল এনসিবি NCB।

রিয়াকে ম্যারাথন জেরা করার সময় ২৫ জন বলিউড স্টারদের নাম হাতে পায় এনসিবি। সুশান্ত-রিয়ার ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা KWAN-এর কর্মী জয়া সাহার (Jaya Shah) সন্ধান পায় NCB। এরপর, জয়ার হোয়াটসঅ্যাপ (Whatsapp) চ্যাটের সূত্র ধরে দীপিকা পাড়ুকোন ও তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের নাম প্রকাশ্যে আসে। এরপরে, জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের পরেই বলিউডের প্রথম সারির চার অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করে এনসিবি। খূব সম্ভবত, সুশান্ত কেসের মাদক-যোগ এবারে ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি-র National Investigation Agency হাতে যেতে পারে।

রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা অর্থাৎ NIA ভারত সরকার দ্বা‌রা স্থাপিত ভারতে সন্ত্ৰাসবাদের বিরুদ্ধে অনুসন্ধান করা কেন্দ্ৰীয় সংস্থা. এবারে গোটা ব্যপারটি NIA র হাতে যেতে পারে।