আর কিছুক্ষণের মধ্যেই দীপিকা-সারা-শ্রদ্ধাকে জেরা করবে NCB

২৬ শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় এনসিবি-র দপ্তরে হাজিরা দিতে হয় বলিউডের টপ ক্লাস অভিনেত্রী দীপিকা পাডুকোন। ইতিমধ্যে, দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ জানায় হোয়াটসঅ্যাপ চ্যাটের এডমিন ছিলেন দীপিকা এবং…

Avatar

২৬ শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় এনসিবি-র দপ্তরে হাজিরা দিতে হয় বলিউডের টপ ক্লাস অভিনেত্রী দীপিকা পাডুকোন। ইতিমধ্যে, দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ জানায় হোয়াটসঅ্যাপ চ্যাটের এডমিন ছিলেন দীপিকা এবং দীপিকা যা বলতেন তিনি নিজে তাই করতেন।

সরাসরি ভঙ্গিমায় মাদক সাপ্লাইয়ের কথা স্বীকার না করলেও করিশ্মা সাফ জানিয়ে দিয়েছে দীপিকা যা বলতেন তিনি নিজে তাই করতেন এবং ওই চ্যাটের এডমিন ছিলেন দীপিকা স্বয়ং।

সূত্রের খবর, প্রয়োজন হলে করিশ্মা ও দীপিকাকে মুখোমুখি বসিয়েও জেরা করতে পারে NCB.

বিস্তারিত জানার জন্যে আমাদের সঙ্গে থাকুন