Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘এনডিএ সরকার হল এবছরের সেরা জোকার’ : অধীর রঞ্জন চৌধুরী

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বছরের সেরা মিথ্যেবাদী বলে উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তারই প্রত্যুত্তরে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এবছরের সেরা জোকার। শুক্রবার…

Avatar

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বছরের সেরা মিথ্যেবাদী বলে উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তারই প্রত্যুত্তরে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এবছরের সেরা জোকার।

শুক্রবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, ‘আরএসএসের প্রধানমন্ত্রী দেশের মানুষকে মিথ্যা বলছেন।’ এর উত্তর দিতে গিয়ে রাহুলকে কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, ‘রাহুল গান্ধী নিয়মিত মিথ্যা বলে চলেছে। তিনি ২০১৯ এর সেরা মিথ্যেবাদীর শিরোপা পাবেন।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ম্যাঙ্গালোরে CAA প্রতিবাদে নিহত পরিবারদের ৫ লক্ষ টাকা চেক তুলে দিল মমতার সরকার

প্রকাশ জাভড়েকরের কথার উত্তরে প্রতিক্রিয়া দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, ‘জাভড়েকর রাহুল গান্ধীকে বছরের সেরা মিথ্যেবাদী বলেছেন। আমি বলছি এনডিএ সরকার এবছরের সেরা জোকার।’ দেশের ভঙ্গুর অর্থনীতি ও ব্যাংক ঋণের পরিমাণ ক্রমশ হ্রাস পাওয়ায় কেন্দ্রকে আক্রমণ করেন এই কংগ্রেস নেতা। বলেন, ‘এনডিএ সরকার খুব শীঘ্রই এনপিএ সরকারে পরিণত হবে।’

নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী কে বেশী মিথ্যেবাদী এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জানান অধীর চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রকাশ জাভড়েকরকে চ্যালেঞ্জ করছি, পারলে প্রকাশ্যে বিতর্কে বসুক। তখনই দেখা যাবে কে মিথ্যেবাদী, রাহুল গান্ধী নাকি প্রধানমন্ত্রী?’

About Author