প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এক ভিডিও কনফারেন্সে দেশের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস জনিত কোভিড ১৯ রোগের প্রাদুর্ভাবের ফলে ভার্চুয়াল স্থবির হয়ে পড়া অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করে দেশের নাগরিকদের জীবন বাঁচানোর লক্ষ্যে দ্বি-কন্টক কৌশলের উপরে জোর দেওয়ার কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, সামনে এগিয়ে যেতে দেশকে ধীরে ধীরে তার রেড অঞ্চলগুলিকে (বেশি সংখ্যক কোভিড ১৯ সংক্রমিত জেলা) প্রথমে কমলা অঞ্চলে (কম সংখ্যক কোভিড ১৯ সংক্রমিত জেলা) এবং শেষ পর্যন্ত সবুজ অঞ্চলে (সংক্রমণবিহীন জেলাগুলিতে) রূপান্তর করতে হবে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে।
তিনি এদিন আরও বলেন, ‘সবুজ অঞ্চলকে পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা উচিত। এই জায়গাগুলি অর্থনৈতিক ক্রিয়াকলাপে অবদান রাখবে। কিন্তু সম্মিলিতভাবে এখানে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আমাদের মনোনিবেশ করতে হবে কীভাবে সবুজ অঞ্চলকে প্রসারিত করা যায়।’
প্রধানমন্ত্রী তার এদিনের বক্তব্যে ভারতের যে মূল চ্যালেঞ্জ – জীবন ও জীবিকার ভারসাম্য রক্ষা, সেই বিষয়টি তুলে ধরেন। অর্থনৈতিক ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। একই সাথে, ভারতের প্রথম সারির স্বাস্থ্যকর্মীরা মারাত্মক এই মারণ রোগের প্রভাব কমিয়ে আনার লড়াইয়ে নিরন্তর লড়াই করে চলেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘একদিকে, আমরা কীভাবে জীবন বাঁচাতে পারি তা নিয়ে চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। অন্যদিকে, আমাদেরও এর আর্থিক দিকগুলিতে সমানভাবে গুরুত্ব দিয়ে মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের অর্থনৈতিক কার্যক্রম জোরদার করতে হবে, ভাইরাস প্রতিরোধের জন্য আমাদের শক্তি আরও বাড়াতে হবে।’