Tollywood: মমতার বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন নীল-তৃণা, ইমন-পরমব্রত, বাদ পড়েনি বিজেপির রূপাঞ্জনা

গত বছর করোনা কাল হয়েছিল মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মলনীর অনুষ্ঠান। করোনার বাড়বাড়ন্তে এই অনুষ্ঠান বাতিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার করোনা থাকলেও করোনার ভ্যাক্সিনেশন আছে তাই বেশ ধুমধাম করেই ইকোপার্কে করা…

Avatar

By

গত বছর করোনা কাল হয়েছিল মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মলনীর অনুষ্ঠান। করোনার বাড়বাড়ন্তে এই অনুষ্ঠান বাতিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার করোনা থাকলেও করোনার ভ্যাক্সিনেশন আছে তাই বেশ ধুমধাম করেই ইকোপার্কে করা হয়েছিল এই বছরের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এদিন তৃণমূলের নেতাদের পাশাপাশি, হাজির ছিলেন টলিউডের বেশ কিছু পরিচিত আর জনপ্রিয় মুখ। নিঃসন্দেহে বলা যেতে পারে এদিন চাঁদের হাট বসেছিল নিউ টাউনে। 

তৃণমূলের তারকা রাজনৈতিক মহলের পরিচিত মুখের মধ্যে উল্লেখযোগ্য নাম হল রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই তিনজনই এদিন উপস্থিত হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন বিধায়ক জুন মালিয়া। বেশ কিছু বছর ধরেই সক্রিয়ভাবে তৃণমূলে থাকলেও জুন এবারের বিধানসভাতেই প্রথম ভোটে দাঁড়িয়েছেন। তিনি এখন রাজ্যের বিধায়কও। হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর প্রিয় রিয়েল কাপল নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। ২০২১ বিধানসভা ভোটের প্রচারে মমতার প্রচার সঙ্গী হয়েছিলেন স্বামী-স্ত্রী। এমনকী, নীল আর তৃণার বিয়েতেও গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে বিয়ের শাড়িও পাঠিয়েছিলেন।

Tollywood: মমতার বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন নীল-তৃণা, ইমন-পরমব্রত, বাদ পড়েনি বিজেপির রূপাঞ্জনা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনীতে দেখা মিলল টলিউডের হার্টথ্রব অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়েরও। পরমব্রত-র সাথে তৃণমূল কংগ্রেসের কানেকশন এখন আর কারও অজানা নয়। তাৎপর্যপূর্ণ ভাবে এদিন সকলের মাঝে কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রূপাঞ্জনা মিত্র। বানতলায় শ্যুটিং সেরে সোজা পৌঁছেছিলেন ইকো পার্কে। এদিন কোনওরকমের রাজনৈতিক রঙ  না মেখে শুধুমাত্র শিল্পীদের ডাকা হয়েছিল বলে অভিনেত্রী উপস্থিত হন। আর এদিন রাজ নিজে উঠে তাঁকে বসতে বলেন। প্রলয় সিনেমার পরিচালকের এহেন সৌজন্যতা দেখে মুগ্ধ হন রুপাঞ্জনা। তবে ৩০ মিনিটের জন্যই এদিন ছিলেন তিনি।

এছাড়া ইকো পার্কের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম মনোভাবাপন্ন কৌশিক সেন। এছাড়া ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, রণিতা দাস। এদিন সকলের মুখে চওড়া হাসি বলে দিচ্ছে দিদির বিজয়া সম্মিলনী তাঁরা কতটা উপভোগ করেছেন।