একবিংশ শতকেও সমাজ অনেক দিক থেকে পিছিয়ে রয়েছে। এমনকি মা তার নিজের সন্তানকে স্তন্যপান করালে তা রীতিমত যৌন আবেদন বলে গণ্য করা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক মহিলাকে সন্তানকে স্তন্যপান করানোর ভিডিও আপলোড করতে বলেন। তারই জবাব এদিন দিলেন নেহা ধুপিয়া (Neha dhupia)। নেহা নিজের সন্তানকে স্তন্যপান করানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলেন, কেবলমাত্র একজন মা-ই আরেক মায়ের জার্নি বুঝতে পারেন। মা হওয়া একই সঙ্গে খুশি, দায়িত্ব ও ইমোশনের মহাসঙ্গম। কিন্তু তারপরেও একজন মা-কে ট্রোল করা হয়। নেহা জানান, তিনিও এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।
একইসঙ্গে সেই মহিলা ও নেটিজেনের চ্যাটের স্ক্রিনশট তুলে পোস্ট করে নেহা বলেছেন, মা হওয়ার পর সন্তানকে স্তন্যপান করানো একটি স্বাভাবিক প্রক্রিয়া। একজন মা নিজে সিদ্ধান্ত নেবেন যে, তিনি কিভাবে তাঁর সন্তানকে স্তন্যপান করাবেন। স্তন্যপানকে যৌন আবেদনের তকমা দেওয়া অত্যন্ত গর্হিত অপরাধ বলে জানিয়েছেন নেহা। নেটিজেনদের অনেকেই নেহার এই কথায় সম্মতি জানিয়েছেন।
নেহা বিয়ের আগে গর্ভবতী হওয়ার কারণে তাঁকে রীতিমত ট্রোল করা হয়েছিল। 2018 সালে নেহা ও তাঁর স্বামী অঙ্গদ বেদী (Angad bedi)-র পরিবারে জন্ম হয় তাঁদের কন্যাসন্তান মেহেরা (mehera)-র। এখন মেহেরার বয়স তিন বছর।