Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুইমিং পুলে কখনও মল বা মূত্র ত্যাগ করেছ? বিশাল-হিমেশকে অদ্ভুত প্রশ্ন নেহার

Updated :  Sunday, December 13, 2020 1:24 PM

মুম্বই: করোনা পরিস্থিতির মধ্যে ও দীর্ঘ লকডাউনের পর বন্ধ হয়ে যাওয়া ধারাবাহিক তা সে হিন্দি হোক বা বাংলা এবং রিয়েলিটি শো শোগুলি পুনরায় শুটিং শুরু করেছে এবং চ্যানেলে সম্প্রচারিত হতেও শুরু হয়েছে। এমন একটি জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শো হল, ইন্ডিয়ান আইডল। সঙ্গীত প্রতিভা তুলে আনার অন্যতম সেরা মঞ্চ এটি। যেখানে চলতি সিজনে বিচারকের আসনে দেখা যাচ্ছে সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি, সঙ্গীতশিল্পী নেহা কক্কর এবং সঙ্গীতশিল্পী তথা সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়াকে। তিনজনের মধ্যে সমঝোতা ভীষণ শক্তিশালী। মজার ছলে রিয়েলিটি শোতে যেমন প্রতিযোগিরা নিজেদের সেরা দিয়ে ফাইনালের দিকে এগিয়ে চলেছেন, গান শোনা বা গানের গুণগতমান বিচার করার পাশাপাশি বিচারকরা অনেক মজা শো চলাকালীন করে থাকেন। আর এমনই এক মজার ভিডিও সম্প্রতি সোনি চ্যানেলের ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি রোহনপ্রীত সিংকে বিয়ে করার পর মধুচন্দ্রিমা সেরে পুনরায় ইন্ডিয়ান আইডলের বিচারক আসনে ফিরে এসেছেন নেহা। আর এসেই মিষ্টি, বাবলি হাসি নিয়ে নেহা একটি গেম শো নিজেদের মধ্যে করেন। মজার ছলে গেমটির নাম দেওয়া হয় ‘নেহু কা গেম শো’। আর তাতে অপর দুই বিচারক অর্থাৎ বিশাল দাদলানি এবং হিমেশ রেশমিয়াকে নেহা একটি প্রশ্ন করেন। যার উত্তরে দুজনকেই হয় ‘করেছি’ কিংবা ‘করিনি’ এমনটা বলতে হবে। এত পর্যন্ত সব ঠিকঠাক যাচ্ছিল। কিন্তু নেহা এমন একটি প্রশ্ন করে বসলেন, যা শুনে বিশাল এবং হিমেশ কার্যত হেসে লুটোপুটি খান। নেহা দুই বিচারককে প্রশ্ন করেছিলেন যে, ‘কখনও তোমরা সুমিং পুলে মল বা মূত্র ত্যাগ করেছ?’ এই প্রশ্নে কার্যত হতবাক অপর দুই বিচারক। তারপর হিমেশ জানান যে, তিনি এমন কাজ কখনও করেননি। এরপরে তিন বিচারক মিলে হেসে লুটিয়ে পড়েন।

এরপর বিশাল দাদলানি নেহাকে উল্টে প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন যে, কখনও নেহা বা হিমেশ মিথ্যে বলে শুটিং থেকে ছুটি নিয়েছেন কিনা? হিমেশ এবং নেহা দুজনেই বলেন তাঁরা এমন কাজ কখনও করেননি। কিন্তু উল্টো কথা বলেন বিশাল নিজে। তিনি জানান, ইন্ডিয়ান আইডলের আগের সিজনে বিশাল মিথ্যে বলে শুটিং থেকে ছুটি নিয়েছিলেন। আর এমন কথা প্রকাশ্যে আসতেই কার্যত হাসির সাগরে ভেসে যান ইন্ডিয়ান আইডলের তিন বিচারক। দর্শকরা এই ভিডিও ভীষণ উপভোগ করেছেন এবং প্রচুর কমেন্টও করেছেন। এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে, বিচারকের আসনে বসে যেমন গানের পুঙ্খানুপুঙ্খ বিচার করেন ঠিক তেমনি নিজেদের মধ্যে মজা করে প্রতিযোগীদের উজ্জীবিত করেন এই তিন বিচরক।

https://www.instagram.com/tv/CIkV4iAnZd4/?igshid=1mgjiloiiansk