নেহা মালিক (Neha Malik) বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে যথেষ্ট চর্চিত। অভিনয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন তিনি। একশোর বেশি মিউজিক ভিডিওয় এখনও অবধি কাজ করেছেন নেহা। এছাড়াও ইন্সটাগ্রামে একাধিক ফটোশুট ও রিল শেয়ার করেন তিনি। সম্প্রতি নেহার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ছবিগুলিতে নেহার পরনে রয়েছে মাল্টিকালার বিকিনি। বিকিনির উর্ধ্বাংশ স্পোর্টস ব্রা-এর মতো ডিজাইনের। হল্টারনেক বিকিনি টপের নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে নেহার ক্লিভেজ। নীল, গোলাপি, সবুজ রঙের কম্বিনেশনে তৈরি বিকিনি টপের প্যাটার্ন ডিজাইন। নিম্নাংশে রয়েছে সারং। সারংটি-ও একই রঙের। লো ওয়েস্ট সারং-এর মাধ্যমে উন্মুক্ত রয়েছে নেহার নাভিমূল। সারংটি র্যাপ অ্যারাউন্ড স্কার্টের ধরনে বেঁধেছেন নেহা। উন্মুক্ত রয়েছে তাঁর মসৃণ পা। উজ্জ্বল মেকআপ করেছেন তিনি। তবে বোঝা যাচ্ছে না নেহার চোখের মেকআপ। কারণ চোখ আবৃত খয়েরি শেডের সানগ্লাসে। চিকবোনে রয়েছে হালকা গোলাপি ব্লাশারের ব্যবহার। ঠোঁট রাঙানো উজ্জ্বল গোলাপি রঙের লিপস্টিকে। খোলা রয়েছে নেহার সিল্কি চুল।
ছবিগুলি শেয়ার করে নেহা লিখেছেন, নিজের মতো করে বাঁচতে ভয় পেও না। নতুন শুরু করতেও ভয় পাওয়া উচিত নয়। হয়তো নিজের নতুন কাহিনী তোমার পছন্দ হবে। নেহার অনুরাগীদের একাংশ ও সতীর্থরা তাঁর ছবিগুলির প্রশংসা করেছেন। তাঁর পরনের সুইমসুটটি ডিজাইন করেছে নামী ক্লোদিং ব্র্যান্ড ‘এফ এক্স এম লন্ডন’। সাম্প্রতিক কালে মুক্তি পেয়েছে নেহা অভিনীত ফিল্ম ‘আপনি তো পার্টি’। এই ফিল্মটি পরিচালনা করেছেন রাহুল খান (Rahul Khan)।














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film