অবশেষে শেষ হল নেহা-রোহনপ্রীতের বিয়ের অনুষ্ঠান, রইল ছবি

অবশেষে শেষ হল নেহা- রোহনপ্রীতের বিয়ের অনুষ্ঠান। নেহার বিয়ের আগে থেকেই জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সমাপ্তি। প্রায় এক সপ্তাহ ধরে চলল নেহা-রোহনপ্রীতের বিয়ের অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের…

Avatar

অবশেষে শেষ হল নেহা- রোহনপ্রীতের বিয়ের অনুষ্ঠান। নেহার বিয়ের আগে থেকেই জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সমাপ্তি। প্রায় এক সপ্তাহ ধরে চলল নেহা-রোহনপ্রীতের বিয়ের অনুষ্ঠান।

অবশেষে শেষ হল নেহা-রোহনপ্রীতের বিয়ের অনুষ্ঠান, রইল ছবি

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নিয়েছিলেন এই দুই সেলেব জুটি। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। বেশীরভাগ মানুষ বলেছেন নেহা যেমন গানের রিমেক করেন তেমনই বিয়ের ড্রেসও নকল করেছেন। নেহার ড্রেসের সঙ্গে অনুষ্কা ও প্রিয়াঙ্কার হুবুহু মিল। অন্তত নেটিজেনরা এমনটাই ভাবেন।

অবশেষে শেষ হল নেহা-রোহনপ্রীতের বিয়ের অনুষ্ঠান, রইল ছবি

রিসেপশনে চমকে দিয়েছেন নেহা। একেবারে শুভ্র পোশাকে, মাথা ভর্তি সিঁদুর নিয়ে হাজির।

অবশেষে শেষ হল নেহা-রোহনপ্রীতের বিয়ের অনুষ্ঠান, রইল ছবি

ছবি পোস্ট করে নেহা লিখেছিলেন, ‘তুমি আমার’। রোহনপ্রীতও নেহার ছবিতে লিখেছিলেন, ‘নেহা বাবু, আমি তোমাকে খুব ভালোবাসি… হ্যাঁ, আমি শুধু তোমার, আমার জীবন।’