Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jhanvi Kapoor: ‘বগলে কে লাভ বাইট দেয়’, জাহ্নবী কাপুরের ফটোশুট দেখে চোখ কপালে নেট জনতার

Updated :  Sunday, October 23, 2022 7:47 PM

জাহ্নবী কাপুর এখন খবরে আছেন তার আসন্ন ছবি মিলি-র জন্য। ছবির প্রচারের কাজে তিনি বেশ ব্যস্ত। ইতিমধ্যেই এই সিনেমার ট্রেলার ব্যাপকভাবে হিট করে গিয়েছে। ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমা এবং বনি কাপুরের প্রযোজনাতে আসতে চলেছে এই ছবি। যদিও দুইদিন ধরে জাহ্নবী খবরে রয়েছেন আরো একটি কারণে। এবং সেটা হলো লাভ বাইট।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। মিলি ছবি প্রচারের জন্য কালোর মধ্যে সাদা লেস দেওয়া একটি বডি হাগিং ড্রেস পরেছিলেন তিনি এই ফটোশুটের জন্য। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি এই ছবি শেয়ার করেছিলেন। নেট মাধ্যমের পাতায় এই ছবি রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। কিন্তু বিতর্ক দানা বাধে যখন ফটোশুটের সময়কার এটি বিহাইন্ড দা সিন ভিডিও তিনি শেয়ার করেন। কিন্তু বিতর্ক শুরু হয় যখন সেই ভিডিওতে নায়িকার বগলের কাছে দেখা যায় একটা দাগ। অনেকেই এই দাগ দেখে বলছেন লাভ বাইট।

ফলেই যতটা না চর্চা হচ্ছে জাহ্নবী কাপুরের এই লুক দেখে, তার থেকেও বেশি চর্চা হচ্ছে সেই দাগ দেখে। এই দাগ লক্ষ করে অনেক ব্যবহারকারীও কমেন্ট করেছেন তার অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে। যদিও এই ছবি কিংবা লাভ বাইট প্রসঙ্গে নায়িকার থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।