Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Salman Khan: ভুঁড়ি বেড়েছে সালমানের! সেই নিয়ে নাচ করেই নেটিজেনদের কাছে ট্রোল হলেন ভাইজান

Updated :  Thursday, January 6, 2022 2:27 AM

বলিউডের ভাইজান তিনি। ইন্ডাস্ট্রির সুপারস্টারদের মধ্যে অন্যতম সালমান খান। শুরুর দিন থেকে অনেক পরিশ্রম দিয়েই তৈরি করেছেন নিজের এই বিশাল সাম্রাজ্য। বানিয়েছেন এই বিশাল স্টারডম। তার অগণিত ভক্তরা পর্দায় তাকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন সর্বদা। তার অভিনীত যেকোনো ছবিই হিট বক্স অফিসে।

গতবছরের শেষের দিকে ভাইজানের জন্মদিনের আগেই তার প্রিয় ফার্ম হাউজে সাপে কামড়েছিল তার হাতে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। ঐ মুহূর্তে এই খবর গোটা মিডিয়ার পাশাপাশি শোরগোল ফেলেছিল তার অনুরাগীমহলেও। সুস্থ হওয়ার পর সময় কাটিয়েছিলেন ঐ ফার্ম হাউজেই। পরে জন্মদিনের দিনটা, বছরের শেষ এবং শুরুর দিনটা নিজের ঘনিষ্ঠ মহল ও বন্ধু-বান্ধবদের নিয়েই কাটিয়েছিলেন ভাইজান। সেই সময় কাটানোর কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। প্রায় সকলেই জানেন নিজের অবসরের বেশিরভাগটাই এই ফার্ম হাউজে কাটাতে পছন্দ করেন অভিনেতা, তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না।

সালমান খানের যেকোনো ছবি কিংবা ভিডিও ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি সালমান খানের নাচের একটি ভিডিও ইনস্টাগ্রামের একটি অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে ভাইজানকে ‘দাবাং ৩’এর ‘পান্ডে জি সিটি’ গানের সাথে নাচের রিহার্সাল করতে দেখা যাচ্ছে। আর এই ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মাঝে ট্রোলের শিকার হয়েছেন ভাইজান।

 

সম্ভবত সেইসময়ে ‘সুলতান’ ছবির শুটিং চলছিল কিংবা সবে সবে শেষ হয়েছিল। আর তার জন্যই ভাইজানকে অনেকটা ওজন বাড়াতে হয়েছিল ঐ সময়ে। ছবির জন্য শরীর নিয়ে এমন অনেক কারিগরিই করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। তবে এরপরেই খুব দ্রুত আবারো আগের চেহারায় ফিরে এসেছিলেন অভিনেতা। তবে সেইসময় নিজের শরীরের অতিরিক্ত মেদ পুরোপুরি ঝরাতে না পারলেও কাজ থামাননি অভিনেতা। তাই তিনি ঐ চেহারাতেই নাচের রিহার্সাল চালিয়ে গিয়েছিলেন। আর সম্প্রতি সেই পুরনো ভিডিওই ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

 

এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা ট্রোল করেছেন অভিনেতাকে। নেটিজেনদের মধ্যে কেউ তার উদ্দেশ্যে বলেছেন, তার পেট দেখেই বোঝা যাচ্ছে তার বয়স হয়ে গিয়েছে। আবার কেউ সরাসরি জিজ্ঞাসা করেছেন, ‘অন্তিম’ ছবিতে কি অভিনেতা নিজের শরীরের সাথে ক্যামেরায় কারসাজি করেছিলেন? কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, তার ফিটনেস নিয়ে। উল্লেখ্য, বলিউডের তারকারা এই সমস্ত ট্রোলিংয়ে অভ্যস্ত। তাই এইসব বিষয়ে বেশি পাত্তা দিতে নারাজ তারা। তবে আপাতত বড়পর্দায় অভিনেতাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তার অগণিত ভক্তরা। বর্তমান পরিস্থিতিতে বন্ধ রয়েছে বেশির ভাগ শুটিং। আপাতত, করোনা সংক্রমণে সর্বোচ্চ মহারাষ্ট্র।