গত সপ্তাহ থেকে দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। কিন্তু এই লকডাউনের পর থেকে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ১ দিনে নতুন করে ২২৭ জনের শরীরে করোনা সংক্রমণ ঘটেছে। বর্তমানে ভারতে করোনাতে আক্রান্তের সংখ্যা ১২৫১ জন। যার মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ১০২ জন সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রকের দাবি। দিল্লিতে নতুন করে ২৫ জনের করোনা সংক্রমণ হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ জন।
কেন্দ্রীয় সরকার গতকাল জানিয়েছে যে ভারত এখনও ভাইরাস সংক্রমণের দ্বিতীয় স্টেজ অর্থাৎ স্থানীয় স্তরেই আছে। ICMR-র তরফে লব আগরওয়াল বলেছেন যে ভারত এখনও স্থানীয় সংক্রমণের স্টেজেই আছে। তিনি বিশেষ করে উল্লেখ করেছেন যে ‘গোষ্ঠী’ শব্দটি ব্যবহার করলে তার একটা আলাদা কারণ আছে। মানুষ এই শব্দটিকে সঠিকভাবে ব্যবহার করছেন না।
এছাড়া ২১ দিনের বেশি লকডাউনের সময়সীমা বাড়ানোর তথ্য সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলেছে কেন্দ্র। সোমবার সরকারি সংবাদ মুখপাত্র প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে বিভিন্ন মিডিয়া ও সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে ২১ দিনের পর লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেবে কেন্দ্র। এই গুজব সম্পূর্ণ ‘ভিত্তিহীন’। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা সোমবার সকালে এই লকডাউনের সময়সীমা বাড়ানোর সমস্ত তথ্য উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি এইসমস্ত খবর দেখে অবাক হয়েছেন। আপাতত লকডাউন বাড়ানোর কোনো পরিকল্পনা কেন্দ্রের নেই বলেও তিনি উল্লেখ করেছেন।