কলকাতানিউজ

পুজোর আগেই শহরে এলো নতুন অ্যাপ ক্যাব ‘হ্যালো’

Advertisement
Advertisement

ওলা উবেরের মাঝেই এবার শহরের রাস্তায় নামলো নতুন অ্যাপ ‘হ্যালো’। আজ থেকে ১৫০ টি ক্যাব নিয়েই শহরের রাস্তায় যাত্রা শুরু করেছে হ্যালো ক্যাব। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরও তিন হাজার ক্যাব পরিষেবা শুরু করবে সংস্থা। স্মার্ট ফোন না থাকলেও 18001219911 বা 18001219922 এই দুটি টোল ফ্রি নম্বরে ফোন করে সরাসরি গাড়ি বুক করার সুবিধাও মিলবে।

Advertisement
Advertisement

খুরদা, ভুবনেশ্বর, কটক, রাউরকেল্লার পর এবার প্রতিবেশি রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ব্যবসার পরিধি প্রসার করতে ওড়িশার পরিবহণ ব্যাবসায়ী তৃপ্তি রঞ্জন দাস এই ক্যবের ব্যবস্থা করেছেন। তিনি নিজের রাজ্যে ২০১৯ সালে এই ক্যাব পরিষেবা চালু করেছেন। জানা গিয়েছে আগামী ৬ মাসের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের আরও ৯ টি শহরেও মিলতে চলেছে হ্যালো ক্যাবের সুবিধা।

Advertisement

প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে এইচ এল ডব্লু। হ্যালো ক্যাব অ্যাপের হলোগ্রাম এলেই ডাউনলোড করে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে গাড়ি বুক করতে হবে। সকাল ৬ টা থেকে রাত ৯ টা প্রতি কিলোমিটারে দিতে হবে ৩৯ টাকা। আর রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত প্রতি কিলোমিটারে দিতে হবে ৪৭ টাকা।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button