গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও করোনার বাড়বাড়ন্ত বেড়েছে অনেকটাই। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গে ৩’রা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে নয়া বিধিনিষেধ। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যে করোনা সংক্রমণের বৃদ্ধির কথা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছেন। আর সেই বৈঠক শেষেই তিনি সমস্ত বিধিনিষেধের কথা জানিয়ে দিয়েছেন।
নয়া বিধিনিষেধ:
১) কাল থেকে বন্ধ সমস্ত ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
২) বন্ধ সুইমিংপুল, স্পা, বিউটি পার্লার, জিম।
৩) রাত দশটার পর বন্ধ থাকবে সিনেমা হল। ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকবে হলগুলি।
৪) যেকোনো ধরনের পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে রাজ্যে।
৫) সন্ধ্যা সাতটার পর বন্ধ হয়ে যাবে লোকাল ট্রেনও।
৬) পুরো সময় চলবে মেট্রো, তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।
৭) সরকারী ও বেসরকারী অফিসও চলবে ৫০ শতাংশ হাজিরা নিয়ে।
৮) রেস্তোরাঁ ও পানশালা ৫০ শতাংশ গ্রাহক নিয়েই চলবে। রাত ১০টার পরেই বন্ধ হবে সব।
৯) শপিং মলেও ৫০ শতাংশ প্রবেশাধিকার।
১০) যেকোন ধরনের অনুষ্ঠানে ৫০ শতাংশের উপস্থিতি।
১১) মুম্বাই ও দিল্লিতে সপ্তাহে দুটি উড়ান আসবে।
১২) কোন বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকবে না।
১৩) কারোর মৃত্যু হলে সেই মৃতদেহের সাথে ২০ জনের বেশি যেতে পারবেনা।
১৪) কোন এলাকায় ৫ জনের বেশি করোনা আক্রান্ত হলে সেটি ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে ঘোষিত হবে।
১৫) পুরভোটের কোভিদ বিধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন।
১৬) রাত ১০’টা থেকে ভোর ৫’টা থাকবে কড়া বিধিনিষেধ।
১৭) ব্রিটেন থেকে আগত সমস্ত বিমানে বিধিনিষেধ জারি হয়েছে।
উল্লেখ্য, কলকাতায় ইতিমধ্যেই ১১’টি জায়গা ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিধিনিষেধগুলি আপাতত জারি থাকবে ১৫’ই জানুয়ারি পর্যন্ত।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’