ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মার্কেটে এসে গেলো ৩১৫ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট নতুন ইলেকট্রিক গাড়ি, একবার কিনলেই জীবন একদম টেনশন ফ্রি – NEW ELECTRIC CAR

এই গাড়িটিতে আপনি দারুন দারুন কিছু ফিচার দেখতে পাবেন খুব সস্তায়

Advertisement

সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি ভারতের বাজারে সবসময়ই বেশ জনপ্রিয়। একদিকে যেমন দেশে দ্রুত মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, তেমনি একই সাথে পেট্রোল-ডিজেলের পাশাপাশি গাড়ির দাম বৃদ্ধি পাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি অনেক শহরে পেট্রোল বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকা লিটারে এবং ডিজেল তার কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে জনগণের পকেটে চাপ কমাতে এবারে ভারতের বাজারে চলে এসেছে একটি সস্তা ইলেকট্রিক ভেহিকেল। সহজেই আপনি এই গাড়িটিকে বাড়িতে আনতে পারেন এবং আপনার প্রতিদিনের কাজে ব্যবহার করতে পারেন। চলুন তাহলে এই ইলেকট্রিক গাড়ির ব্যাপারে জেনে নেওয়া যাক।

আপনাদের জানিয়ে রাখি এই নতুন ইলেকট্রিক গাড়ি হল টাটা মোটরসের সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক কার Tiago EV। এই ইলেকট্রিক গাড়ির এই মুহূর্তে দুটি ব্যাটারী প্যাক ভেরিয়েন্ট আপনি পাচ্ছেন। এর মধ্যে একটি হলো ১৯.২ কিলোওয়াট ঘন্টা এবং অপরটি হলো ২৪ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক। এই ব্যাটারি প্যাক একবার চার্জ দিলে আপনি ২৫০ কিলোমিটার এবং ৩১৫ কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন যথাক্রমে। গাড়ির দামের কথা বললে আপনি মাত্র ৮.৬৯ লক্ষ টাকায় এই গাড়িটি কিনতে পারবেন।

তবে এটি ছাড়াও ভারতের বাজারে আরো কিছু গাড়ি রয়েছে যেখানে আপনি ভাল ভাল ফিচার পেয়ে যাবেন সস্তায়। এর মধ্যেই অন্যতম হলো টাটা কোম্পানির আরও একটি ইলেকট্রিক গাড়ি নেক্সন ইভি। এই গাড়িতে আপনি ৩০.২ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। এই ব্যাটারি প্যাক ফুল চার্জ হলে ৩২৫ কিলোমিটারের রেঞ্জ দিতে পারে। এই গাড়ির দাম ১৪.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে।

তালিকার তৃতীয় গাড়ি হল টাটা কোম্পানির টিগর ইভি। এই গাড়িতে আপনি ২৬ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। এই ব্যাটারী প্যাক ফুল চার্জ হলে ৩১৫ কিলোমিটারের রেঞ্জ আপনাকে দিতে পারে। এই গাড়িটির দাম শুরু হচ্ছে ১২.৪৯ লক্ষ টাকা থেকে।

এছাড়াও তালিকায় রয়েছে এমজি মোটরের কমেট ইলেকট্রিক ভেহিকেল। এই গাড়িটিতে আপনি ২৩০ কিলোমিটারের রেঞ্জ পেয়ে যাবেন। এই গাড়িতে একসাথে চারজন বসতে পারেন এবং এই গাড়ির প্রারম্ভিক মূল্য ৭.৯৮ লক্ষ টাকা।

Related Articles

Back to top button