Today Trending Newsদেশনিউজ

শান্তি ও উন্নয়নের এক নতুন যুগের সূচনা, বোড়ো চুক্তি স্বাক্ষরের পর কাকড়াঝোড়ে জানালেন প্রধানমন্ত্রী

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেন, বোড়ো শান্তি চুক্তি নতুন ভারতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। উত্তর-পূর্বের জন্য এটি একটি নতুন যুগ নিয়ে আসবে। যার মাধ্যমে কয়েক দশকের পুরাতন হিংসার অবসান ঘটিয়ে এই অঞ্চলে উন্নয়নের পথকে ত্বরান্বিত করবে। একইসঙ্গে তিনি জনগণকে আশ্বাস দিয়ে জানান যে, কেন্দ্র অসম চুক্তিটি আন্তরিকভাবে প্রয়োগ করবে। নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে বিভ্রান্তি তৈরির অভিযোগ করেন তিনি।

গত মাসে বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষর উদযাপন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের ভিড়কে সম্বোধন করে তিনি বলেন, মানুষ একটি নতুন আস্থা তৈরি করেছে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন পথ খুলে দিয়েছে। ‘গতকাল, গোটা দেশ দেখেছিল কীভাবে গ্রামে মোটরসাইকেলের সমাবেশ করা হয়েছিল, আলোকিত দিয়া সহযোগে উদযাপনটি ছিল দিওয়ালির মতো। পুরো দেশ আপনাদের নিয়ে আলোচনা করছিল… ভারতের এই গুরুত্বপূর্ণ অংশে এখানেই নতুন ভোরের আলোর সূচনা হচ্ছে।’ বোড়ো অধ্যুষিত কাকড়াঝোড় শহরে বলেন মোদী।

আরও পড়ুন : মিছিল ঘিরে ব্যাপক ধুন্ধুমার, আটক কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়

তিনি চুক্তি স্বাক্ষরের জন্য অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়ন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড সহ বিভিন্ন শীর্ষস্থানীয় বোড়ো নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আজ, ১৩০ কোটি ভারতীয়র স্থায়ী শান্তির জন্য আপনাদের ধন্যবাদ জানায়। আজ, আমাদের বিকাশ এবং বিশ্বাসকে শক্তিশালী করার প্রতিশ্রুতি নিতে হবে এবং এখনকার মাটি থেকে হিংসাকে মুছে ফেলতে হবে।’ বেশ কয়েক দশক সহিংসতার পরে এখন এই অঞ্চলে শান্তি রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button