দেশনিউজ

দেশে কাল থেকে ‘নাইট কারফিউ’ জারি করল কেন্দ্র, মানতে হবে বিশেষ নিয়ম

Advertisement

কেন্দ্রীয় সরকার ফের লকডাউনের মেয়াদ বাড়াল। আগামী ৩১ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। এই ১৪ দিনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন জারি করা হয়েছে। আগামীকাল থেকে ৩১ মে পর্যন্ত এই নিয়ম চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী লকডাউনের চতুর্থ দফাতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

কিন্তু এই দফাতে কেন্দ্রের তরফ থেকে ‘নাইট কারফিউ’ জারি করা হয়েছে। এই নাইট কারফিউ-র অর্থ হল সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। ইমার্জেন্সি পরিষেবা ছাড়া এই সময় বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে ১৪৪ ধারায় জারি করা যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। নিয়ম না মানলে শাস্তি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের এই নির্দেশিকাতে ৬৫ বছরের উর্দ্ধে ব্যক্তিদের, ১০ বছরের নিচে শিশুদের ও গর্ভবতী মহিলারা বাইরে বেরোতে পারবেন না। জরুরি কাজ ও স্বাস্থ্যজনিত কারণ ছাড়া তাদের বেরোতে নিষেধ করা হয়েছে। এছাড়া কনটেনমেন্ট জোনগুলিতে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে বলেছে কেন্দ্র।

Related Articles

Back to top button