কলকাতা : নতুন করে আরও উঁচু হাইট বার বসানো হবে মা ফ্লাইওভারের বিভিন্ন স্পটে। ভিভিআইপিদের যাতায়াতের অসুবিধার জন্য এতো দিন খুলে রাখা হয়েছিল হাইট বার । কিন্তু এবার আর থাকবে না সেই সমস্যা।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী আধিকারিক এবং রাজ্যের অন্যান্য অনেক মন্ত্রী আমলারাও এয়ারপোর্ট থেকে এই মা ফ্লাইওভার ব্যবহার করে যাতায়াত করেন। তাই তাদের কথা ভেবেই এই নয়া উদ্যোগ। পূর্ত দপ্তর জানিয়েছে ৪৫ দিনের মধ্যে হাইট-বার বসাতে হবে যার খরচ হবে আনুমানিক ১০ লক্ষ ৪৪ হাজার টাকা।
মা ফ্লাইওভারের বিভিন্ন জায়গায় যে হাইট বার বসানো রয়েছে সেগুলো খুলে ফেলে নতুন করে হাইট বার বসানো হবে। তিনটে হাইট পয়েন্ট রয়েছে মা ফ্লাইওভারে। নিচে যেটি রয়েছে তার উচ্চতা ২.৫৮ মিটার। দ্বিতীয়টি তিন মিটার এবং তৃতীয়টির উচ্চতা ৩.৬ মিটার।