করোনা ভাইরাস নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকরা। গবেষকরা জানিয়েছেন, বায়ু বাহিত হয়ে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি। সম্প্রতি, পৃথিবীর কয়েকটি এপিসেন্টারে পরীক্ষা চালিয়েছিলেন বিজ্ঞানীরা। সেখানেই তারা দাবি করেন একথা। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাথমিক ভাবে শুধুমাত্র কন্ট্যাক্টের উপরেই জোর দিয়েছিল করোনা ছড়ানোর জন্য, কিন্তু এই গবেষক দল পরীক্ষা করে দেখেছেন কন্ট্যাক্ট ট্রেসিং ছাড়াও বায়ুবাহিত হয়ে এই ভাইরাস অনেক তাড়াতাড়ি ছড়িয়েছে।
ওই গবেষণায় দেখা গেছে নাকের মাধ্যমেও শরীরে ঢুকতে পারে করোনা ভাইরাস। গবেষক দল জানিয়েছে, তারা নিউইয়র্ক, ইউয়ান এবং ইতালির এপিসেন্টার গুলিতে পরীক্ষা চালিয়েছেন। সেখানে দেখা গেছে কন্ট্যাক্ট ট্রেসিংয়ের থেকে বেশি বায়ুবাহিত হয়েই করোনা ছড়িয়েছে। যারা সকলসময় মাস্ক ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে ভাইরাস অনেক কম ছড়িয়েছে। সকলের মাস্ক থাকলে অনেকেই ভাইরাসের আক্রমণের হাত থেকে রক্ষা পেতেন বলে মত তাদের।
মারণ এই ভাইরাস আটকাতে সকল সময় মাস্ক ব্যবহার করা উচিত বলে জানিয়েছেন ওই গবেষকরা। তাদের মতে করোনা সংক্রমণ এড়াতে সবসময় মাস্ক ব্যবহার করা উচিত। একমাত্র মাস্ক ব্যবহার করলেই দ্রুত সংক্রমণ এড়িয়ে যাওয়া সম্ভব।