ভোটের মাঝেই রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য এল নয়া আপডেট। ছুটি (Leave Rule) নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দফতর। রাজ্য সরকারের কর্মচারীদের ছুটির বিষয়ে চালু হয়েছে নতুন নিয়ম। রাজ্য সরকারের অধীনে কর্মরত প্রত্যেক চাকরিজীবীকেই এই নতুন নিয়ম এবার থেকে বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে। কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম, নয়া নিয়ম নিয়ে নবান্নের তরফেই বা কী জানানো হয়েছে, সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।
রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ‘লিভ রুল’ নিয়ে এবার নতুন বিজ্ঞপ্তি জারি করল সরকার। কর্মচারীদের ছুটি নিয়ে চালু করা হয়েছে নতুন নিয়ম। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা অফলাইনে ছুটির জন্য আবেদন করতেন। কর্মচারীরা এতে তাদের কর্মজীবনের মোট ৩০০ দিনের ছুটির জন্য বেতন পেতেন। তবে এবার থেকে এই লিভ রুলে আসছে বড় পরিবর্তন। অফলাইনের বদলে এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অনলাইনে আবেদন করতে হবে ছুটির জন্য।
সরকারি সূত্রে খবর, অফলাইনে ছুটির আবেদন করলে তিনশো দিনের ছুটির হিসাব মেলাতে গিয়ে বিভ্রান্তি তৈরি হত। এতে অনেক সময় বেশি বেতন ভোগ করতেন অনেক কর্মচারী। কিন্তু অনলাইনে ছুটির আবেদন করলে অনেকটাই স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। এপ্রিল মাস থেকেই রাজ্যের অর্থ দফতরের তরফে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যা সকল কর্মচারীকেই মেনে চলতে হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।
নতুন লিভ রুলের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির আবেদন করতে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ছুটির আবেদনের পদ্ধতি, অ্যাপ্রুভাল প্রসেস সহ পুরো সিস্টেমেটিক ওয়ে জানানো হয়েছে নির্দেশিকায়। এর ফলে সরকারি কোষাগারেও অনেকটা সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফে।