Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Scorpio-কে টেক্কা দেবেMahindra-র এই নতুন গাড়ি, রয়েছে দুর্দান্ত ফিচার ও স্টাইলিশ লুক

Updated :  Thursday, September 15, 2022 9:21 AM

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মাহিন্দ্রা। এই ভারতীয় কোম্পানি একের পর এক দুর্দান্ত গাড়ি লঞ্চ করছে ভারতীয় কাস্টমারদের জন্য। অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৭ সিটার গাড়ি। আর ভারতের বাজারে খুব সস্তায় যেই কোম্পানি সেভেন সিটার গাড়ি এনেছে সে হলো দেশীয় ব্র্যান্ড মাহিন্দ্রা।

শেষ কয়েক বছরে ব্যাপক উন্নতি করেছে মাহিন্দ্রা অটোমোবাইল। তারা সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করেছে মাহিন্দ্রা বোলেরো। এই বিলাসবহুল ৭ সিটার গাড়িটি প্রযুক্তিতে ঠাসা এবং সেই সাথে বিলাসবহুল। গাড়িটি অনেকটাই বেশি মাইলেজ দেয় এবং মেইনটেনেন্স খরচ অনেকটাই কম। গাড়িতে রয়েছে একের পর এক প্রিমিয়াম ফিচার। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে মাহিন্দ্রা বোলেরো ফেসলিফ্ট ভার্সন লঞ্চ হয়েছে যাতে কিছু কসমেটিক পরিবর্তন করা হয়েছে। এই গাড়িতে ইন্টেরিয়র অনেক পরিবর্তন হয়েছে।

নতুন এই বোলেরো গাড়িতে ১.৫ লিটার ৩ সিলিন্ডার টার্বো চার্জ mHawk ডিজেল ইঞ্জিন আছে যা ৭৫ Bhp পাওয়ার ও ২১০ Nm টরক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটি ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স আছে। এই গাড়ি ১৬.৭ কিমি প্রতি লিটার মাইলেজ দেয়। এবার আপনি গাড়ির দাম শুনলে অবাক হয়ে যাবেন। এর দাম ওই ১২ লাখ থেকে ১৭ লাখ টাকা অব্দি হতে পারে।