Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাজারে আসতে চলেছে নতুন ১০০০ টাকার নোট? কি জানাল RBI

Updated :  Friday, March 6, 2020 9:49 AM

বাজারে আসতে চলেছে নতুন ১০০০ টাকার নোট, তার ছবি কেমন তা ইতিমধ্যেই হয়ত অনেকে দেখেছেন, কিন্তু খবরটি সম্পূর্ন মিথ্যে। আরবিআই-এর তরফে পরিষ্কার জানানো হয়েছে যে ১০০০ টাকার কোনও নতুন নোট জারি করা হয়নি৷ PIB Fact Check অবশ্য এটি গুজব বলে জানিয়ে দিয়েছে।

PIB Fact Check যারা কেন্দ্র সরকারের পলিসি, স্কিম, বিভাগ, মন্ত্রালয় নিয়ে গুজব ছড়ানোর সত্যাসত্য যাচাই করে জানায়,গুজব আটকানোর জন্য কাজ করে থাকে৷ PIB Fact Check ট্যুইটে জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়া ১০০০ টাকার নতুন নোট জারির ঘটনা এবং নোটের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা ভুয়ো৷ আরবিআই ১০০০ টাকার নোট নিয়ে কোনও ঘোষণা করেনি৷

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে মাসে পান ১৯,০০০ টাকা করে পেনশন

সরকারের সঙ্গে যুক্ত একাধিক খবর সত্যি না মিথ্যে তা জানার জন্য PIB Fact Check এর সাহায্য নেওয়া হয় এছাড়াও সন্দেহজনক কোনও খবরের স্ক্রিনশট, ট্যুইট, ফেসবুক পোস্ট ও URL হোয়াটসঅ্যাপে 918799711259 নম্বরে পাঠানো যেতে পারে৷ তাদের মেল পাঠানোর ঠিকানা হল – pibfactcheck@gmail.com