Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kolkata Metro: আরো সম্প্রসারণ মেট্রো প্রকল্পে, হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে মেট্রো চালু নিয়ে বড় আপডেট

Updated :  Sunday, May 12, 2024 6:32 PM

দেশে প্রথম পাতাল রেলের (Kolkata Metro) চাকা গড়ায় কলকাতায়। আর এবার মেট্রো রেলপথ সম্প্রসারণেই একের পর এক চমক দেখিয়ে চলেছে কলকাতা মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে ইতিমধ্যেই। নয়া মেট্রো রুটে পরিষেবা নিয়ে বেশ সন্তুষ্ট যাত্রীরা। এবার মেট্রোর নতুন রুট নিয়েও শুরু হল পরিকল্পনা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা চালু করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে।

শনিবার চায়ে পে চর্চায় হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বলেন, হাওড়া ময়দান কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো রুট চালু করার কথাও নাকি ভাবা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বউবাজার এলাকায় বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

বউবাজার এলাকায় হিন্দ সিনেমার সামনে ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়ে বড় বিপত্তির সম্মুখীন হয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। ধস নেমে সে সময়ে বড় এলাকা জুড়ে বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। তবে জানা যাচ্ছে, এপ্রিলের শেষ সপ্তাহে হিন্দ সিনেমার সামনে ক্রস প্যাসেজ তৈরির কাজ সম্পন্ন করেছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, মেট্রোর কাজের সময়ে তিন তিনবার ধস নেমেছিল বউবাজার এলাকায়। ২০১৯ সালের পর ২০২২ এ দু বার ধস নামে ওই এলাকায়। মাটির তলায় জল থাকার জন্য মেট্রোর কাজে ক্ষতির মুখে পড়ে বহু বাড়ি।

জানা যাচ্ছে, বউবাজারের দীর্ঘ এলাকা জুড়ে কাজ চলাকালীন আবারো যাতে ধস না নামে তাই খুবই ধীর গতিতে চলছে কাজ। সেই কারণে চলতি বছরের অক্টোবর মাসের আগে এই রুটে মেট্রো পরিষেবা চালু সম্ভবত করা যাবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।