লকডাউনের মধ্যেও কিভাবে বাড়ি থেকে বেরোনো যায় তার জন্য নানা রকমের ফন্দি করছেন মানুষজন। খুব কম সংখ্যক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই লকডাউন মানছে না। বিভিন্ন অজুহাতে তারা বাড়ি থেকে বেরোচ্ছেন। বাইক নিয়ে রাস্তায় ঘুরছেন আর অজুহাত দিয়েছেন যে ওষুধ কিনতে যাচ্ছে নয়তো বাজারে যাচ্ছে। এবার এইসব মিথ্যে অজুহাত বন্ধ করার জন্য এক অভিনব উদ্যোগ নিলো বীরভূম জেলার পুলিশ।
বোলপুর, সিউড়ি, দুবরাজপুর সহ বীরভূমের একাধিক জায়গাতে বাইকে বিশেষ স্টিকার লাগিয়ে দিয়েছে বীরভূম জেলার পুলিশ। এই স্টিকারের বিশেষত্ব কি? বাইকের স্টিকারে উল্লেখ করা থাকবে কে কখন বাড়ি থেকে বেরোচ্ছেন। এর সাথে শর্ত রয়েছে যে এক সপ্তাহে কেউ দুবারের বেশি বাইক নিয়ে বেরোতে পারবেন না।
এর সাথেই নাক সিকিং শুরু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও একটা নোটবুক বানানো হয়েছে যেখানে বাইকগুলির সম্পর্কে সব বিস্তারিত লেখা থাকবে। এই নতুন নিয়ম না মানলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। অকারণে মানুষের বাইরে ঘোরাঘুরি বন্ধ করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ।