Indian Railways: সাধারণ টিকিট যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু, বিপাকে কোটি কোটি যাত্রী

ভারতে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। এর মধ্যে অনেকেই সংরক্ষিত কোচে ভ্রমণ করেন, আবার অনেকে অসংরক্ষিত সাধারণ কোচে যাত্রা করেন। সংরক্ষিত কোচের জন্য আগেভাগে টিকিট বুকিং করতে হয়,…

Avatar

ভারতে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। এর মধ্যে অনেকেই সংরক্ষিত কোচে ভ্রমণ করেন, আবার অনেকে অসংরক্ষিত সাধারণ কোচে যাত্রা করেন। সংরক্ষিত কোচের জন্য আগেভাগে টিকিট বুকিং করতে হয়, যেখানে এসি, স্লিপার, এবং সিটিং কোচের বিকল্প থাকে। কিন্তু সাধারণ কোচের টিকিট তাৎক্ষণিকভাবে কেনা যায়, যা বহু মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম।

বদলাতে পারে সাধারণ টিকিটের নিয়ম

সম্প্রতি নয়াদিল্লি রেলস্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যেখানে ১৮ জন প্রাণ হারান। এই ঘটনার পর, রেলওয়ে মন্ত্রণালয় সাধারণ টিকিট যাত্রীদের জন্য নতুন নিয়ম প্রণয়নের কথা ভাবছে।

এখন পর্যন্ত, সাধারণ টিকিট কেটে যেকোনো ট্রেনে ভ্রমণ করা যেত। তবে নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ টিকিটেও নির্দিষ্ট ট্রেনের নাম উল্লেখ করা হতে পারে। ফলে যাত্রীরা একবার নির্দিষ্ট ট্রেনের জন্য টিকিট কেটে ফেললে, অন্য কোনো ট্রেনে যাত্রা করতে পারবেন না।

সাধারণ টিকিটের বৈধতা

অনেকেই জানেন না যে সাধারণ টিকিটেরও নির্দিষ্ট মেয়াদ থাকে। রেলের নিয়ম অনুযায়ী, সাধারণ টিকিট কেটে ৩ ঘণ্টার মধ্যে যাত্রা শুরু না করলে সেটি অবৈধ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের পর সেই টিকিট দিয়ে যাত্রা করা সম্ভব হবে না।

রেলের এই পরিবর্তন যদি কার্যকর হয়, তাহলে সাধারণ টিকিট যাত্রীদের জন্য এটি বড়সড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, সরকার ও রেল কতটা দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।