টেক বার্তাদেশনিউজ

BIG NEWS: আধার কার্ড নিয়ে নতুন নিয়ম, জেনে নিয়ে সতর্ক হোন

Advertisement

বর্তমান সময়ে আধার কার্ড সাধারণ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার আধার কার্ডকে আরও বেশি কার্যকরী করে তুলতে বিভিন্ন জায়গাতে লিঙ্ক করছে। সম্প্রতি প্যান কার্ডের সাথে আধার কার্ড যোগ করার নির্দেশ দেয় কেন্দ্র। আর আধার যোগ না করলে অকেজো হয়ে যাবে প্যান কার্ড তা জানায় কেন্দ্র। এছাড়া প্যান ও আধার লিঙ্ক না করলে কোনো আর্থিক লেনদেনের সময় প্যান ব্যবহার করা যাবে না এবং আয়কর রিটার্নেও সমস্যা হতে পারে।

কিন্তু সম্প্রতি জানানো হয় যে প্যান না থাকলেও কোনও ব্যাক্তি আয়কর রিটার্নের জন্য আধার তথ্য দিতে পারেন। এই নিয়ম কার্যকরী হয় ১ লা সেপ্টেম্বর থেকে ।কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড সিবিডিটি এর নিয়ম অনুযায়ী, আধার তথ্য দিলেই তবে তা প্যান বরাদ্দের জন্য আবেদন হিসেবে গন্য করা হবে। প্যানের জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন হবে না।

Related Articles

Back to top button