Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াতে নতুন চাল কেন্দ্রের

Updated :  Monday, September 21, 2020 6:48 PM

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলো কেন্দ্র৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় ২০২১ থেকে ২০২২ মরশুমের রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর বিষয়টি প্রস্তাব করা হয়৷ এই তালিকায় রয়েছে গম, সর্ষে, বার্লি, মুসুর ডাল, ছোলা, কুসুম ইত্যাদি ফসল৷

গতকালই পাশ হয়েছে “কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন” এবং “কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চু্ক্তি” সংক্রান্ত বিল। আগামী ২৫ সেপ্টেম্বর আন্দোলনে নামতে চলেছেন কৃষকরা। এর মধ্যেই দুটি কৃষি বিলের বিরোধিতায় পঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে কৃষকরা তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন৷  কৃষি বিল পাশ করানো নিয়ে এদিন কোনো কিছুই বাদ যায়নি।

রুল বুকে ছিঁড়ে ফেলা, ডেপুটি স্পিকারের মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে ওয়েলে নেমে বিরোধীদের তপ্ত স্লোগান, সবই হলো কিন্তু বিরোধীদের হারিয়ে শেষমেশ কৃষি বিল পাশ করিয়েই নেয় সরকার। রাজ্যসভায় ২৪৫ আসনের মধ্যে এনডিএ-এর রয়েছে ১১৬ সদস্য। কংগ্রেস থেকে তৃণমূল কেউই এই বিলের পক্ষে ছিলো না। এদিন এই বিল নিয়ে আলোচনার সময় কংগ্রেস সরাসরি বলে বসে কৃষকদের মৃত্যুর পরোয়ানা এই ফার্ম বিল।