কলকাতানিউজ

BREAKING: রাজীব কুমার রায়ে নয়া মোড়, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

Advertisement

চার দিন শুনানির পরেও নিষ্পত্তি হয়নি রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার। গত তিন দিন ধরে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি চলছিল আদালত গতকাল, সোমবার রাজীব মামলার চতুর্থ দিন ছিল কিন্তু সেদিনও তার শুনানি হয়নি।

আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পূজাবকাশের আগে শেষ কাজের দিন। তাই আজ মঙ্গলবার কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমার এর আগাম জামিনের মামলায় রায়দান করা হবে বলে জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি শুভাশীষ দাশগুপ্ত ও শহিদুল্লা মুন্সীর বেঞ্চ।

কিন্তু আজকের রায়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সারদাকাণ্ডে এই মুহূর্তে রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবেন না সিবিআই। গ্রেফতার করলে সঙ্গে সঙ্গে জামিন মঞ্জুর হবে। রাজীব কুমারকে ৫০,০০০ টাকার বন্ড দিতে হবে। লাগবে ২ জন জামিনদারও।

এই রায় নিয়ে বিস্মিত সিবিআই। সূত্রের খবর, সিবিআই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সিবিআইয়ের দাবি, রাজীব কুমার প্রভাবশালী হওয়ায় হেফাজতে না নিলে তদন্ত সঠিকভাবে করা যাবেনা।

Related Articles

Back to top button