নতুন করে শক্তি বাড়িয়ে করোনাভাইরাস এবার ভারতে ফিরে এসেছে। এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় আক্রমনে নাজেহাল সারা বিশ্ব। এরকম পরিস্থিতিতে গোটা বিশ্বে এই মারণ ভাইরাসের সংক্রমনের ইতিমধ্যেই ৩০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। তাই বর্তমানে কর্ণার আক্রমণে যখন মানুষ একেবারে বিপর্যস্ত তার মধ্যেই আবার একেবারে নতুন রূপে ভারতে ফিরে এসেছে বার্ড ফ্লু।
এই বছরের শুরুর দিকে রাশিয়ার একটি পোলট্রি ফার্ম থেকে প্রথম বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে বিশেষজ্ঞদের আশঙ্কা এই বছর কিন্তু বার্ড ফ্লু অত্যন্ত ভয়নক আকার ধারণ করতে পারে। এই আশঙ্কা ছড়িয়ে পড়ার পরে ওই পোল্ট্রি ফার্মের ৮ লক্ষ মুরগি মেরে ফেলা হয়েছে ইতিমধ্যে। কিন্তু, এবারে এমন একটি বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে শুরু করেছে যে গুলি আবার মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে। এর ফলে, বিশেষজ্ঞদের চিন্তা আরো বেশি।সংক্রামিত মুরগি দিয়ে পরীক্ষা করে দেখা গিয়েছে এখানে H5N8 স্ট্রেন মিলেছে। এই স্ট্রেন বন্য এবং গৃহপালিত দুই রকম পাখির জন্য ভয়াবহ আকার ধারণ করতে পারে।
ইতিমধ্যে বহু পাখির মৃত্যু হয়ে গিয়েছে ইউরোপে এবং এশিয়াতে। আমেরিকা একটি পোল্ট্রি ফার্মে কর্মরত বেশ কয়েকজন কর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার এসট্রাখান অঞ্চলে একটি মুরগির খামারে ২০০ মুরগির লালা রস পরীক্ষা করে এই নতুন ধরনের ভাইরাস মিলেছে। ফলে করোনা ভাইরাসের সমস্যার মধ্যেই আবার নতুন করে সক্রিয় হয়ে উঠেছে বার্ড ফ্লু।