ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

তৈরি হচ্ছে নতুন বন্দে ভারতে এক্সপ্রেস, শ্রমিক এবং মধ্যবিত্তদের জন্য দারুন খবর নিয়ে এলো ভারত সরকার- VANDE SADHARAN EXPRESS

ভারতীয় রেলওয়ের এই নতুন ট্রেন ব্যবস্থা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে

Advertisement

ভারতে এই মুহূর্তে সবথেকে দামি এবং সব থেকে লাক্সারি ট্রেন গুলির মধ্যে একটি হলো বন্দে ভারত এক্সপ্রেস। এবারে শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য নয় গরিবদের জন্য চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। আপনাদের জানিয়ে রাখি ভারতীয় রেলওয়ে এবার একটি নন এসি বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে চলেছে। এই বন্দে ভারত এক্সপ্রেস মূলত শ্রমিকদের জন্যই চালু করা হবে বলে জানিয়েছে ভারত সরকার। এই ট্রেনের টিকিটের দাম অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই কম হবে। এই ট্রেন তৈরি করার জন্য খরচ হচ্ছে ৬৫ কোটি টাকা। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই তে এই ধরনের ট্রেন তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে, গেরুয়া এবং স্লেট রংয়ের এই ট্রেনের ব্যাপারে এখনো পর্যন্ত তেমন কিছু জানায়নি ভারতীয় রেলওয়ে।

আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনের নাম হবে বন্দে সাধারন এক্সপ্রেস। এই ট্রেনের ভাড়া অনেকটা সস্তা হবে এবং সমস্ত ধরনের সুবিধা পাওয়া যাবে এই ট্রেনে। চেন্নাই দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই কলকাতা এবং চন্ডিগড় এর মতো শহরে এই ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। ভারতের অন্যান্য বড় শহর গুলির সঙ্গে সমস্ত কানেক্টিভিটি থাকবে এই ট্রেনের। বিশেষত ভারতের মেট্রো শহরগুলিতে চালু করা হবে এ পরিষেবা। শ্রমিকরা এই ট্রেনের মাধ্যমে নিজেদের বাড়িতে যেতে পারবেন।

ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে এই রুটের সার্ভে করানো হয়ে গিয়েছে। সাধারণ মেইল এবং এক্সপ্রেস ট্রেনের থেকে এই ট্রেনের স্পিড অনেকটা বেশি হবে। রেলওয়ে এই রুটে খুব কম স্টপেজ রাখতে চলেছে, যাতে এই ট্রেনে সাধারণ লোক সফর করতে পারেন এবং তাদের কোন সমস্যা না হয়। সব থেকে বড় কথা এই ট্রেনে দেওয়া হবে কাঠের জায়গায় আরামদায়ক সিট। এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা থাকবে প্রতিটি কোচে। সবাই খুব সহজে এই ট্রেনের মাধ্যমে সফর করতে পারবেন। এই ট্রেনে দেওয়া হবে অটোমেটিক দরজা, যা নির্দিষ্ট জায়গা ছাড়া আর কোথাও খুলবে না।

Related Articles

Back to top button