Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: কাঁচা বাদামের পর ফেসবুকে ভাইরাল ভালোবাসার ঝালমুড়ি, হাফ ১০ ফুল ২০

Updated :  Tuesday, January 11, 2022 10:40 AM

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিন কিছু না কিছু ভাইরাল হতেই থাকে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বীরভূমের বাদাম কাকুর ‘কাঁচা বাদাম’ গান তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি দেশের পাশাপাশি সেই গানের জনপ্রিয়তা ছড়িয়েছিল বিদেশেও। একাধিক ভাষাতেও গাওয়া হয়েছে এই গান। এমনকি এই গানের সাথে বানানো হয়েছে রিমিক্সও। এইসবের পাশাপাশি বাদাম কাকু বর্তমানের সোশ্যাল মিডিয়ার কিছু উঠতি গায়ক-গায়িকাদের সাথে গান গেয়েছেন। তবে এবার কাঁচা বাদামকে টেক্কা দিল ‘ভালোবাসার ঝালমুড়ি’। হ্যাঁ ঠিকই শুনেছেন। বাদাম কাকুর বদলে এবার ঝালমুড়ি কাকু রাজ করছেন সোশ্যাল মিডিয়ায়।

আবারও এক নতুন ভিডিও ভাইরাল। যেখানে দেখা মিলেছে এক ঝালমুড়ি বিক্রেতার। তার অনর্গল বলে যাওয়া কথাগুলো আকর্ষণ করেছে নেটিজেনদের, যার জন্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি। সম্ভবত কোন এক ব্যক্তি এই ঝালমুড়ি কাকুর কাছে ঝালমুড়ি কিনতে গিয়েই এমন কথা শুনে তা ক্যামেরাবন্দি করে শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, যা এই মুহূর্তে ভাইরাল। তবে এই ভদ্রলোকের কি নাম? তিনি কোথাকার বাসিন্দা? তা এখনও জানা যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওতে তিনি অনবরত বলে যাচ্ছেন, “ভালোবাসার ঝালমুড়ি হাফ দশ ফুল কুড়ি, যেটা খায়না শুধু দাদা-দিদি খায় শুদ্ধ বুড়ো-বুড়ি।” এই ঝালমুড়ি কাকুর এমন আকর্ষণীয় মজাদার কথা শুনে মজা পেয়েছেন সকলেই। সম্প্রতি এই ভিডিও নেটমাধ্যমে নেটিজেনদের মাঝে শেয়ার হতে না হতেই ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে। টেক্কা দিয়েছে বাদাম কাকুকে। তবে তিনি সোশ্যাল মিডিয়ার কতদিনের অতিথি সেটাই দেখার। কারণ প্রতি দিন প্রতিমুহূর্তে একটার পর একটা নতুন নতুন ভিডিও ভাইরাল হতেই থাকছে।

আসল কথা হলো সোশ্যাল মিডিয়া আমাদের জগতটাকে খুব ছোট করে দিয়েছে। আমরা ঘরে বসেই যেকোনো জিনিস খুব সহজেই দেখতে পেয়ে যাই। বলাই বাহুল্য, বর্তমানের কর্মব্যস্ত জীবনে সোশ্যাল মিডিয়া সাধারন থেকে তারকা সকলের জন্যই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তবে এখন এই ঝালমুড়ি কাকু কতদিন নেটিজেনদের মনোরঞ্জন করতে পারে সেটা দেখার জন্যই অপেক্ষা করে রয়েছে নেটিজেনদের একাংশ।